" মনের আচরণ " একটি বাস্তবধর্মী কবিতা ।

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২১ জুন, ২০১৩, ০৯:২৪:০৯ সকাল

মন কি দেখেছ কোন দিন ? লভিতে পারবেনা কভু স্বার্থ বিহীন । হন্যে হয়ে খুঁজেছি পাইনি একটি মন । অথচ কোটি কোটি চিত্ত করে বিচরণ । মন থেকে কংকর নহে শক্ত । বিনা স্বার্থে মন থাকে ছলনায় মত্ত । রুপসী আর বিত্তবান অধিক পাষাণ । মনে হয় তাদের নয় ভুতলের প্রাণ । পয়দা বলে উচ্চ বংশে রহিয়াছ বালা খানায় । দামী বসন , প্রাসাদ , ধন বিত্তের লাগি সুখি দুনিয়ায় । ওদের মন চরম হিংসা ঘৃণায় পূরণ । আপনার যাতনা বুঝে নাহি বোঝে পর বেদন । স্বার্থহীন আছে এক রমনী । সেতো আর কেহ্ নয় সকলের জননী । চিত্ত যেন তারঁ কুসুমের কানন । তাঁর ক্রোড় মনে হয় উষ্ণের পবন । মা সন্তান গাঁথা যেন বিনা সুতে । ভুলেনা মা কভু ভুলে কন্যা পুতে । কতক চিত্তের আচরণ । লাগে বিস্ময় করিলে দর্শন । কারো হিয়া নৃশংসে ঢাকা । অহমিকা ছাড়া নাই ফাঁকা । দেখিয়া বিরহ তরঙ্গে ছাতি ফেটে আসে ক্রদন । আবার কারো মনে প্রীতির বন্ধন । কিছু মন কাঁদে কিছু মন হাসে এই বুঝা যায় । কোন মন চুপটি মেরে থাকে সর্বদায় । দেখেছি একটি মন কহেনা বচন । কেমনে বুঝি তার মনের আচরণ ? মনে হয় সে অবোধের মত । কখনও ভাবি ঘৃণায় পূরণ চিত্ত । বুঝিতে গিয়ে হয়েছি ব্যর্থ । একটি মন পরেছে মোর নজরে । সারাক্ষণ সে যে দুষ্টমি করে । দেখিতে বেজায় নহে বাহার । কি যে মন্ত্রে মন কেড়েছে আমার । ক্ষণে হাসে ক্ষণে কাঁদে ক্ষণে দুষ্টমি । আমি তাহার নাকি সে আমার বুঝিনা আমি । বদন খুলিয়া কিছু নাহি বলে ? কহিবার লক্ষণ দেখিনা কোন কালে । কোন মন ফাঁকিবাজ ব্যস্ত ছলনায় । স্ব-স্বার্থের লাগি সবাইরে ঠকায় । কত মন ধান্দাকে করিছে পেশা । সুমধুর তাহাদের বদনের ভাষা । কেহ্ গড়ে অহ রহ অবৈধ্য বন্ধন । কেটে পরে নিমিশে মিটিলে প্রয়োজন । পটু আছে কিছু মন গড়াতে দোসর । সদা থাকে ব্যস্ত স্বার্থে কাতর । তবুও মনে মনে গড়েছে বাঁধন । উভয়ের চাহিদা স্বার্থ মতন । মনের বাণী গোপন জানি বুঝি ব্যবহারে । বুঝিবেনা কভু আচরণ রুপের তরে । খোদা ছাড়া এই দুনিয়ায় । মনকে চেনা বিষম দায় । ( মনের সামান্য বিবরণ দেয়ার চেষ্টা করেছি মাত্র । দোয়া করবেন এ কলম যেন চলে সত্যের পথে )

বিষয়: সাহিত্য

৪০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File