" ক্ষমা কর আমায় " একটি পদ্য

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ২০ জুন, ২০১৩, ০৩:৩০:৩৯ দুপুর

হে প্রভু চিত্তের ক্ষোভ ভুলে যাও , ক্ষমা কর আমায় । বক্র পন্থার পথিক হয়েছিনু , ভুলে ছিনু তোমায় । তোমায় লভিবার তরে , কত দিবস পরে পরে , নত করেছিনু শির । আপন জন ভুলিয়া , শয়তান সঙ্গী করিয়া , ত্যাগেছিনু আপনার নীর । অপকার বিনা উপকার মিলেনি , শান্তির লেশ দেখে নাই নয়নে । অশান্তিতে কেটেছে দিন রজনী , পূজেছিনু কত মূর্তি চরণে । দু'পদ রেখেছিনু দোযগের নায় । ক্ষমা কর আমায় । মুল্যবান সময় হেলায় হেলায় । কেটেছে শত বদ আড্ডায় । সুখের নিদ্রা হারাম করিয়া । কু আসরে গেছে নিশি কাটিয়া । ফি দিন মসজিদে সালাতের হাক আসিত । বুঝিনি তুমি ডাক অহেতুক ছিনু ব্যস্ত । কর্ণ ছিল কর্ক রুদ্ধ চিত্তে কংকর ঢালাই । তোমার নেয়ামতে ডুবে আছি বুঝি নাই,বুঝি নাই । সর্ব পানে চক্ষু চাহিলে , পাই তুমি বিরাজমান । মুগ্ধকর সৌন্দর্য্যে গড়েছ ধরা , হে রহিম রহমান । সাগর নদী করেছ একসাথ । কেমনে মাঝখানে রেখেছ তফাত্‍ ? উভয়ের জল কভু হয়নাতো মিশ্রণ । তোমার মহিমা বড় অসাধারণ । তরুতে ধরে সবিতো ফল , ভিন্ন কেন স্বাদ ? একই জমিতে ফলাও তুমি , হরেক রকম আবাদ । মানবকে দিলে মহাশক্তি জ্ঞান , পৃথিবীর ওপর । জীবন ধারণের লাগি করিলে , ক্ষুদ্র অণুতে নির্ভর । জল তুমি করিছ সৃজন , কি ক্ষমতা দিয়া ? তারে হীনা সমগ্র ধরণী , যায় বিনাশ হইয়া । মানুষ বিনা জল থাকিতে পারে , কভু হয়নাতো কষ্ট । এক বিন্দু পানি হীনা , মানব হয় নষ্ট । হে পরাক্রমশীল প্রভু , তোমাকে চেনা অতি সহজ । করেছি ভ্রান্ত পথে খোঁজ । আগে বুঝিনি হায় । ক্ষমা কর মোরে , নইলে আমি অসহায় । ( আমার জন্য দোয়া করবেন )

বিষয়: সাহিত্য

১৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File