গানে কথা মনের কথা

লিখেছেন লিখেছেন কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত ১০ জুন, ২০১৩, ০৯:২৪:৪৫ সকাল

মন থেকে মুছে ফেলো , মোর দেয়া যত বেদন । শুভ সময় ফুরিয়ে গেল , আসিল যে বিদায়ক্ষণ । ক্ষণিকের তরে পাশে ছিলাম । শত ব্যথা তোমায় দিলাম । আমার থেকে ভাল সাথী । পাবে কত দিবা রাতি । আমার কথা ভুলে গিয়ে । তারে তুমি কর আপন । ঐ....।। ছেড়ে যেতে আমি না চাই । তোমাতে থাকার ভরসা না পাই । মিথ্যে আশায় সুখের নেশায় । এত দিনে বুঝেছি হায় । আমি তোমার নই আপন । ঐ ...।।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File