বর্ষার দিনলিপি

লিখেছেন লিখেছেন বেগম রোকেয়া ০৭ জুন, ২০১৩, ০৯:৫০:১৩ সকাল



রিমঝিম বৃষ্টি ধারা

বর্ষা এলো নিয়ে

কদম ফুলের মিষ্টি ঘ্রাণ

দিচ্ছে তা জানিয়ে।

বর্ষা কালে সারাটা দিন

মেঘের আনাগোনা

কখন যে ভাই নামবে বৃষ্টি

যায় না কভু জানা।

বর্ষার আগমনে

অনেক লাগে ভালো

যদিও বা মেঘের রঙ

বর্ষা কালে কালো।

বর্ষা কালে যেদিক তাকাই

কাদা পানির খেলা

রিমঝিম ঝিম বৃষ্টি দেখেই

কাটছে সারা বেলা।

৪ জুন ২০১৩

বিষয়: সাহিত্য

১২০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File