বঙ্গবন্ধু সেতুর উপর আদালত অবমাননার জিডি । কার দোষে আদালত অবমাননা হলো?
লিখেছেন লিখেছেন এম আয়ান মিয়া ০৭ জুন, ২০১৩, ০৯:৪৯:১৭ সকাল
হাইকোর্টের বিচারপতি ও তাঁর সফরসঙ্গীরা গাড়ির টোল না দিয়ে চলে যাচ্ছিলেন। সুপারভাইজার গাড়ি দুটি থামিয়ে টোলের টাকা দাবি করেন। বিচারপতির গাড়িতে পতাকা ছিলো ।
বিচারপতি গাড়ি দুটির নির্ধারিত টোল পরিশোধ করে পুলিশকে নির্দেশ দেন আদালত অবমাননার অভিযোগে ওই সুপারভাইজারকে গ্রেপ্তা করতে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিচারপতির নির্দেশক্রমে জিডি করার পর ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ কারাগারে পাঠান।
গত বুধবার সিরাজগঞ্জ আদালতে সুপারভাইজার আসাদুজ্জামানের জামিন না মঞ্জুর হয়৷
তার পর শুরু হয় ফ্রেইস ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ।
ওই দিন বিকালে আবার আসাদুজ্জামানকে আদালত আনা হয় । বানোয়াট মানবিক দিক বিবেচনা করে আদালত জামিন মঞ্জুর করেন।
!আটকাবস্থায় ‘অসুস্থ' হয়ে পড়ায় আদালত হাসপাতালে না পাঠিয়ে জামিন মঞ্জুর করেন।
কারন হচ্ছে, ‘সকল ভিআইপির টোল দিয়ে সেতু পার হওয়ার নিয়ম রয়েছে৷ কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, এসএসএফ এবং সেনাবাহিনীর যানবাহন সেতু পারাপারের সময় ক্রেডিট বইতে নাম এন্ট্রি করে নগদ টোল না দিয়েও সেতু পার হতে পারেন৷ সে ক্ষেত্রে টোল প্লাজায় রক্ষিত ফরম পূরণ করে যেতে হয়৷ পরবর্তীকালে সংশ্লিষ্ট দপ্তর টোল পরিশোধ করে থাকে৷''
বিচারপতি রেজাউল হাসান ও তাঁর সফরসঙ্গীরা প্রথমে কোন টোলও দেন নাই অথবা কোন রক্ষিত ফরমও পূরণ করেন নাই ।
সুপারভাইজার আসাদুজ্জামান তাঁর দায়িত্ব পালন করেছেন মাত্র কিন্তু হাইকোর্টের বিচারপতি বঙ্গবন্ধু সেতুর পারাপারের নিয়ম জানতেন না তাই নিজের না জানার দোষে ক্ষুব্ধ হয়ে '“আদালত অবমাননা'” জিডি করেন ।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন