পদ্মা সেতুর জন্য বরাদ্দ ৬ হাজার ৮৫২ কোটি টাকা

লিখেছেন লিখেছেন প্রজন্ম নতুন ০৭ জুন, ২০১৩, ১০:৩৯:৪১ সকাল



বহুল আলোচিত পদ্মা সেতুর জন্য প্রস্তাবিত বাজেটে ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশ্বব্যাংকসহ অন্য দাতা গোষ্ঠীরা এই প্রকল্প থেকে নিজেদের প্রত্যাহার করার পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর কাজ শুরু করে। তবে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ইসলামিক উন্নয়ন ব্যাংকসহ অন্য দাতাদের সমর্থন পাওয়ার প্রত্যাশার কথা বলেছেন।

প্রস্তাবিত বাজেটে পদ্মা বহুমুখী প্রকল্পের জন্য ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যেখানে সড়ক, রেল ও সেতু বিভাগের জন্য মোট বরাদ্দ ১৮ হাজার ২৩২ কোটি ৭৩ লাখ টাকা।

এর মধ্যে পরিবহন ও যোগাযোগে বরাদ্দ ধরা হয়েছে ১৬ হাজার ৬০ কোটি টাকা। সেতু বিভাগের জন্য ৭ হাজার কোটি টাকা। যা চলতি অর্থ বছরে সেতু বিভাগের জন্য ৮২৩ কোটি টাকা। শুধু মাত্র পদ্মা সেতু প্রকল্পের জন্য সেতু বিভাগে প্রায় ছয় হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে।

বিস্তারিতঃ এখানে

তথ্য সূত্রঃ প্রাইম খবর

বিষয়: বিবিধ

৯৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File