বর্ষার ছড়া

লিখেছেন লিখেছেন বেগম রোকেয়া ১০ জুন, ২০১৩, ০৬:৪১:০২ সকাল



আষাঢ় শ্রাবণ দুই মাসে

আসে বর্ষা কাল

চারদিকের কোমল মায়ায়

ছড়িয়ে কাদার জাল।

বর্ষাকালে বাহিরে যেতে

লাগে অনেক ভয়

পিচ্ছিল পথে চলতে গিয়ে

না জানি কি হয়!

বর্ষা এলে জলে ভরে

ডোবা নদী নালা

এমন দিনে সকলকে তাই

পোহাতে হয় জ্বালা।

তবুও যে বর্ষা এলে

প্রকৃতি সাজে নতুন বেশে

গর্ব করি অনেক মোরা

জন্মেছি এই বাংলাদেশে।

৪ জুন ২০১৩

বিষয়: বিবিধ

২০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File