এমন নেতা কি পাব কখন ও ??? !!!!

লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ১০ জুন, ২০১৩, ০৬:৩২:৪৭ সকাল

মিতব্যয়ী না হয়ে,

... আপনি সম্পদশালী হতে পারেন না,

শক্তিমানকে দূর্বল করে,

... আপনি দূর্বলকে শক্তিমান করতে পারেন না,

ধনীকে দরিদ্র করে,

... দরিদ্রকে ধনী করতে পারেন না,

ঋণের টাকায় ,

... উন্নত আর্থিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে পারেন না,

যারা মজুরি দেয় ,

... তাদের অবস্থার উন্নতি না ঘটিয়ে ,

যারা মজুরি উপার্জন করে,

... তাদের সাহায্য করতে পারেন না বা করা যাবে না,

মানুষের স্বাধীনতা এবং উদ্যোগ নষ্ট করে,

...চরিত্র এবং মনোবল গঠন করতে পারেন না,

শ্রেনিঘৃনা জাগ্রত করে,

... মানুষের ভ্রাতৃত্ববোধের উন্নতি করা যাবে না,

আয়ের থেকে ব্যয় বেশি করে,

... সংকট এড়ানো যাবে না ,

মানুষ নিজে যা করতে পারে

... বা মানুষের করা উচিত ,

তা করে দিলে

... মানুষ কে স্থায়ীভাবে সাহায্য করা যায় না,

( আব্রাহাম লিঙ্কন, আমেরিকান ফাউন্টার ফাদারস, )

যা আমাদের নেতারা হাজার বছর পার করে দিলেও বুজতে পারবে কিনা সন্দেহ,

বিষয়: বিবিধ

১৪৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File