প্রথম আলোর ফটোশপের কাজ, যা পরিকল্পনার ই অংশ,

লিখেছেন লিখেছেন এখনো স্বপ্ন দেখি ০৮ জানুয়ারি, ২০১৪, ০৮:১২:১৪ সকাল





২ দিন থেকে চিন্তা করে পাইলাম, প্রথম আলো কেন ভোটের পিকচার দিতে গিয়ে হিন্দুদের তার্গেট করে পিকচার দিল? তাহলে কি আগে থেকে ই পরিকল্পিত ছিল যে হিন্দুদের ভোট দেয়ার পিকচার দেখিয়ে সাধারন জনগন কে উস্কানি দেয়া?

এখন বুজতে পেরেছি কেন এটা হচ্ছে, গত ২ দিন থেকে দেশের অনেক জায়গায় হিন্দুদের উপর আক্রমনের পরিবেশ বানাতে ই এই কাজ করেছে প্রথম আলো, তবে তারা যে ফটোসপ কাজ করেছে তা আবার ধরা খেল,

প্রথম আলোর যে ছবিটা নিয়ে এত বিতর্ক চলছে আসলে ছবিটা ফটোশপড। ছবিতে যে চতুর্থ মহিলার কপালে যে সিঁদুরের দাগ দেখা যাচ্ছে সেটা ফটোশপড। এমনকি ষষ্ঠ এবং সপ্তম মহিলার সিঁদুরের দাগও ফটোশপড। একটু জুম করলেই বোঝা যায়। প্রথম আলো'র সাইট থেকে যেটা পেলাম (http://www.prothom-alo.com/contents/cache/images/800x500x1/uploads/media/2014/01/05/52c95d35b6d5b-4.jpg) সেটা ভালভাবে খেয়াল করলেই বোঝা যায়। আর হাই রেজুলেশন ছবির লিংক: http://bit.ly/1fa1imo

বিষয়: বিবিধ

২৩৪৫ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

160273
০৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৩
এমএ হাসান লিখেছেন : sotter joy hobei.
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৩
114818
এখনো স্বপ্ন দেখি লিখেছেন : ইনশাহ আললাহ
160317
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০২
প্রেসিডেন্ট লিখেছেন : এ বিষয়টি গতকাল ফেসবুকে এক হিন্দু ভদ্রলোকও প্রমাণ দিলেন। হলুদ সাংবাদিকদের ইচ্ছের বলি হচ্ছেন হিন্দুরা।
এদিকে বগুড়ায় যে আওয়ামী প্রধান শিক্ষক নিজ স্কুলে আগুন দিয়েছেন জামাত শিবিরকে দোষারোপ করতে সে ঘটনা আড়াল করে প্রথম আলো অন্যরকম রিপোর্ট করেছে।
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
114819
এখনো স্বপ্ন দেখি লিখেছেন : ভালো করে দেখলে বুজা ই যাচ্ছে, কেউ ই ভোটের আমেজে নাই, সবাই খারাফ মুডে কোন একদিকে তাক্কাছেন,
160334
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৭
হতভাগা লিখেছেন : ৩ নং থেকে ৯ নং মহিলা - এদের সিঁদুরের কথা চিন্তা না করে বাম হাতের দিকে দেখেন । শাঁখা পরিহিত ৩,৪,৮,৯ এরা । বোঝাই যায় উনারা দল বেঁধে এসেছিলেন ।

খালি ফাঁপড়বাজি !
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:১২
114771
প্রেসিডেন্ট লিখেছেন : শাঁখাও ফটোশপেরই অংশ। ছবি ফটোশপ যদি নাও হয়, তবুও এমন ছবি বাছাই করা তাদের হীন পরিকল্পনারই অংশ।

এদিকে গতকাল বগুড়ায় যে আওয়ামী শিক্ষক জামাত শিবিরকে ফাঁসাতে গিয়ে নিজ স্কুলে আগুন দিয়েছে সে নিউজও বিকৃত করে শেষ পাতায় ছাপিয়েছে প্রথম আলো। তাদের দাবি শিক্ষক নাকি সরকার হতে অনুদান পাওয়ার আশায় এটা করেছে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৫
114820
এখনো স্বপ্ন দেখি লিখেছেন : সত্যি ই আপনি হতভাগা !! ফটো সপে কি হাতে চুরি ও দেয়া যায় না? ভালো করে দেখুন , আর দেশের বর্তমানবস্থার সাথে মিলিয়ে নিন,
160335
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৮
শফিউর রহমান লিখেছেন : শয়তানের দল কি সারা বিশ্বের অন্যান্য জায়গার কাজ বাদ দিয়ে বাংলাদেশের উপর ভর করেছে নাকি?
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
114821
এখনো স্বপ্ন দেখি লিখেছেন : শয়তানের উপর ভর করে এই দেশের শুরু, তাই শয়তান এখানে নাই, আওয়ামীলীগ নামের শয়তানরা থাকলে ই হয়,
১২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
116029
শফিউর রহমান লিখেছেন : ওয়াও! আপনার কাছে তাহলে তথ্য আছে দেখা যাচ্ছে।
160376
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৩
সালাম বাংলাদেশ লিখেছেন : দেশের ৫-১০ ভাগ হিন্দু আমিলিগ ৩০-৪০ ভাগ তবে শুধু হিন্দু ভোটার দেখানোটা আসলেই হীন পরিকল্পনার অংশ। এমনকি এই ক্ষুদ্র মারামারিকে দাংগা হিসাবে হাইলাইট করা সেটার চরম বহিঃপ্রকাশ ।
০৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৬
114822
এখনো স্বপ্ন দেখি লিখেছেন : এটা ই ওদের মহা পরিকল্পনার অংশ,

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File