ডিভোর্স হচ্ছে মিডিয়া সম্রাট মারডক-ওয়েনজি ডেনের

লিখেছেন লিখেছেন প্রেস২৪ ১৪ জুন, ২০১৩, ১২:২৫:৩৮ দুপুর



অবশেষে অবসান হতে চলেছে মিডিয়া সম্রাট রুপার্ট মারডক ও ওয়েনজি ডেনের দাম্পত্য জীবন। কারণ রুপার্ট মারডক ওয়েনজি ডেনকে ডিভোর্স দেওয়ার জন্য ইতিমধ্যে সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছেন।

ত‍াদের মধ্যে সম্পর্ক খারাপ অপ্রিতীকর হওয়ায় তারা ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মারডকের মুখপাত্র।

নিউয়র্কে অতি গোপনীয়তার মধ্যে ১৯৯৯ সালে বিয়ে হওয়ার পর সংসার জীবনে তাদের ঘরে দুই মেয়ে আছে।

চীনা বংশদ্ভুত ওয়েনজি ডেনের সাথে ৮২ বছর বয়সী রুপার্ট মারডকের প্রথম সাক্ষাত হয় ১৯৯৭ সালে হংকংয়েল একটি ককটেল পার্টিতে। এর পরবর্তী দুই বছর পর অর্থাৎ তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার দুই সপ্তাহের মধ্যে তিনি ওয়েনজি ডেনকে বিয়ে করেন।

জানা যায়, ৪৪ বছর বয়সী ওয়েনজি ডেন রুপার্ট মারডক থেকে প্রায় ৩৮ বছর ছোট।

Source : Banglanews24

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File