বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম (Bioaf) কে জড়িয়ে জনকন্ঠ ও বাংলামেইলের রিপোর্টের প্রতিবাদ
লিখেছেন লিখেছেন জাতির চাচা ১৪ জুন, ২০১৩, ১২:২২:৩৩ দুপুর
জনকন্ঠ ও বাংলামেইলের রিপোর্টের প্রতিবাদ
দেশের জাতীয় দৈনিক জনকন্ঠের একটি অনুসন্ধানী রিপোর্ট 'কওমি নামে হিযবুতের ওয়েব পেজ, শঙ্কিত কওমিরা' এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলামেইল ২৪ ডট কমের 'হেফাজতের নামে ফেসবুকে সরব শিবির, হিযবুত' নামে দুটি নিউজ আমার নজরে এসেছে । নিউজ দুটি পরে আমি যারপনাই বিস্মিত । দুটি নিউজেই আমার প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম ও এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ক্রিমসন হাসান ও তাসকিন আল আনাসকে অন্যায় ভাবে জড়িয়েছে । আমি বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে প্রিয় সংগঠন ও সহকর্মীর বিরুদ্ধে অন্যায়ভাবে তৈরি রিপোর্টের তীব্র নিন্দা জানাচ্ছি । আসলে হলুদ খেতে খেতে কিছু মিডিয়া তাদের কাগজের রং ই হলুদ করে ফেলেছে । শুধু তাই নয় সংগঠনের নিজস্ব ব্লগ সাইট কাঠপেন্সিল ব্লগের বিরুদ্ধেও অপপ্রচার চালিয়েছে এই মিডিয়া দুটি । ব্লগটি এখন ও প্রক্রিয়াধীন । আমি দৃঢ় কন্ঠে বলতে চাই বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর প্রতিষ্ঠা হয়েছে সময়ের দাবি থেকেই । আমরা কোন রাজনৈতিক দল কিংবা নির্দিষ্ট দল অথবা নির্দলীয় নয় আমরা সর্বদলীয় । আমরা বিশ্বাস করি দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবিলায় ইসলামী শক্তির বিকল্প নেই । কিন্তু ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা ইসলামী দলগুলোকে একত্রিত না করতে পারলে এটা সম্ভব নয় । আমরা কোন দলের বিরোধীতা করি না বরং অন্যায়ের প্রতিবাদ করি । ক্রিমসন ভাই এবং আমাদের পেজকে যেভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হেযবুত তাহরীরের সাথে সম্প্রক্ততা প্রমানের চেষ্টা চালানো হয়েছে এটা পাগলের প্রলাপ ছাড়া কিছু নয় । আমি বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে প্রাণপ্রিয় সংগঠন ও সহকর্মির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহবান জানাচ্ছি । নচেত্ ইসলাম প্রিয় অনলাইন এক্টিভিষ্টরা আপনাদের মিথ্যাচারের সমুচিত জবাব দিবে । একজন হিন্দু বিভাষ বাড়ৈ কি করে অনলাইন ইসলামিক এক্টিভিস্টদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম এর বিরুদ্ধে প্রচারনা চালাতে পারে ? এটা কি সাম্প্রদায়িকতা নয় ? দেশের বৃহত্তম জনগোষ্টির বিরুদ্ধে কতিপয় অসত্ লোকের বাড়াবাড়ি সহ্য করা হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি ।
লেখকঃ ইমন আল জিহাদ (জাতির চাচা) । প্রতিষ্ঠাতা সদস্য , বাংলাদেশ ইসলামিস্ট অনলাইন এক্টিভিস্ট ফোরাম
আমাদের ওয়েবসাইট http://www.bioaf.org
বিষয়: বিবিধ
১২৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন