সড়যন্ত্র মুক্ত নয় প্রিয় বাংলাদেশ, ঠিক তেমনি ইসলামও সড়যন্ত্র মুক্ত নয়!

লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ১৪ জুন, ২০১৩, ১২:৩২:৫৩ দুপুর

ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যেখানে সকল সমশ্যার সমধান স্বয়ং বিশ্ব পরিচালক মহান আল্লাহ তায়ালা সম্পুর্ণ করে দিয়েছেন। এই ইসলামে কোন কিছুই আল্লাহ বাদ দেননি যা মানুষের অপ্রয়োজনিয়।

অর্থাৎ মানুষের প্রয়োজনে যাকিছু জরুরী তা সব টুকু, তথা সকল সমশ্যার সমদান আল্লাহ দিয়েছের আল কুরআনের মাধ্যমেই। যাতে করে মানুষ আর কারো মোকাপেক্ষি না হয়।

আল্লাহ বলেন: তিনি সে আল্লাহ যিনি প্রেরন করেছের তাহার রাসুলকে, হেদায়ত(কুরআন) ও সত্য দীন (ইসলাম)সহ যাতে করে সকল মতবাদের উপর এই দীনকে বিজয়ী করেন,এতে মুসরিকদের যতই কষ্ট-যন্ত্রণা হউক না কেন।(সুরা সাফ:৯)

ঈমানদারের জীবনে তাই শুধু কোরআন তেলাওয়াত, নামাজ-রোজা, হজ-জাকাতের ইবাদতগুলো যেমন একাকী আসে নাই, তেমনি লাগাতার ভাবে জিহাদও এসেছে। শয়তানি শক্তিবর্গ তা ভাল করেই জানে।

তাই ঈমানদারদের নির্মূলে শয়তানি শক্তির প্রচেষ্টাও লাগাতার।বরং শয়তানি শক্তির পক্ষ থেকে হামলা না হলে সন্দেহ জাগে ঈমানদার হওয়া নিয়ে। বাংলাদেশের ভূমিও আজ শয়তানমুক্ত নয়, বরং ইসলামের শত্রুপক্ষের হাতে বাংলাদেশ এক অধিকৃত ভূমি।

এই বাংলাদেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা একমাত্র ইসলামের পক্ষেই সম্ভব। ঈমানহীন বে-ঈমানদের পক্ষে দেশ রক্ষাহয়না,তাদের পক্ষে শুধূ দালালী আর দান্দাবাজিই সম্ভব। ঈমান যাদের নেই তাদের কাছে আমানতদারির প্রশ্ন ও নেই।

তাই ফিরাউন, নমরুদ, আবু জেহেল ও আবু লাহাব যেমন তাদের হাতে অধিকৃত ভূমিতে ইসলামের চর্চা ও প্রতিষ্ঠাকে অসম্ভব করে রেখেছিল এবং অসম্ভব করেছিল, মহান আল্লাহর শরিয়তি বিধান পালন, শরিয়তের প্রতিষ্ঠা তেমনি অসম্ভব হয়ে আছে বাংলাদেশে।

এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আজ ইসলামের শত্রুপক্ষের হাতে। কোরআনের তাফসির, জিহাদবিষয়ক বইয়ের প্রকাশনা ও সেগুলো প্রচার করা তাদের কাছে শাস্তিযোগ্য অপরাধ। অন্যদিকে তারা অতি বেপরোয়া শয়তানের প্রজেক্ট বাস্তবায়নে।

সে শয়তানি প্রজেক্টের অংশ হিসেবে তারা শুধু সুদ, ঘুষ, ব্যভিচার, নাচগান ও অশ্লীলতার মতো আদিম পাপাচারকেইও আইনসিদ্ধ করেনি, আইনসিদ্ধ করার পাঁয়তারা করছে সমকামিতা বা হোমোসেক্সুয়ালিজমের মতো অতি জঘন্য কবিরা গুনাহকেও।

ইসলামের আকিদা-বিশ্বাস ও মুসলিম সংস্কৃতি নির্মূলে এ হলো ইসলামের শত্রুপক্ষের হামলার নমুনা। এ হামলা যেমন আদর্শিক, তেমনি সাংস্কৃতিকও। হামলাটি যে শুধু বাংলাদেশের বুকে জন্ম নেয়া ইসলামে অঙ্গীকারশূন্য সেক্যুলারিস্টদের পক্ষ থেকে আসছে তা নয়।

এ হামলার সঙ্গে জড়িত এক গ্লোবাল কোয়ালিশন, যারা চায় বহুমুখী কবিরা গুনাহর ওপর দেশের রাজনীতি ও সংস্কৃতির নির্মাণ। পাশ্চাত্য দেশগুলো সে রাজনীতি ও সংস্কৃতিতে আজ নিমজ্জিত।

শয়তানের সৈনিকদের কাছে সে দেশগুলো আজ অধিকৃত। এখন তারা হাত বাড়িয়েছে বাংলাদেশের মতো মুসলিম দেশগুলোতেও। তাই আজ ঈমানের দাবীদার সকল দেশ প্রেমিক দেরকে এগিয়ে আসতে হবে দেশ রক্ষার জন্য। ইসলামই একমাত্র এই প্রিয় বাংলাদেশকে রক্ষা করতে পারে।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File