তোমরা যারা পুলিশ ভাই<)
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০১ জানুয়ারি, ২০১৪, ০৬:৩৬:৩৬ সন্ধ্যা
তোমরা যারা পুলিশ ভাই
মারছো মানুষ অগণন
কখনো কী দেখছো ভেবে
হত যদি সে আপন?
পারতে তুমি করতে গুলি
ওই যুবকের বুকে
হত ছেলে কিংবা ভাই
কাঁদতে নাকী দুঃখে?
কাঁচা পাকা শ্মশ্রূ শোভায়
চাচা কিংবা বাবা
উচিৎ ছিল করবে তারে
সকাল বিকাল সেবা
সেত কারো পিতা হয়
নয়ত কারো দাদা
কিসের নেসায় মারছ তারে বিবেক দেয়না বাঁধা?
চাকরী যাবে কষ্ট পাবে
তোমার আপন স্বজন
তাই বলে কী রক্ত দিয়ে
করবে তাদের লালন?
রিকশা চালাও থাকবে সুখে
কেউ দেবেনা অভিশাপ
সন্তানাদি মানুষ হবে
হবে নাতো কোন পাপ
<>একটি কৈতুরী পরিবেশনা
বিষয়: সাহিত্য
১৩২১ বার পঠিত, ৪ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
'' If you do nothing , nothing will go wrong ''
মন্তব্য করতে লগইন করুন