____দেশটা কাদের!!!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৪ নভেম্বর, ২০১৩, ০৮:০৫:৫৭ রাত

দেশটা কাদের প্রশ্ন জাগে

যখন দেখি ইন্ডিয়া

সিদ্ধান্ত দেয় দাদা বাবু

লালা ঝরায় কাঁন্দিয়া!

কেমনে হবে নির্বাচন

দলীয় না নির্দলে

ওপার থেকে চোখ রাঙিয়ে

মালু কাক্কু দেয় বলে!

দরকার হলে লাল বাহিনী

মার্চ করাবে শুনতেছি

সেই সাহসে দিদির নৌকা

শূন্যে ভাসে দেখতেছি!

ছুড়ছে বুলেট পড়ছে লাশ

আকড়ে ধরে ক্ষমতা

টিকবে কী এই দম্ভচারী

রুখে দিয়ে জনতা!

এনালগের স্বৈরাচারী

ডিজিটালে ভয়ঙ্কর

আল্লাহ তালার হুকুম হলে

গুড়িয়ে যাবে অহঙ্কার

সময় আছে বদলে যাও

গঙ্গা পাড়ের ইন্ডিয়া

ভেঙ্গে যাবে কালো হাত

কূল পাবেনা কাঁন্দিয়া!

:একটি কৈতুরী পরিবেশনা:

বিষয়: সাহিত্য

৮১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File