আরো এক প্রাণ...!!!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১০ অক্টোবর, ২০১৩, ১১:৪৭:২৯ রাত
আরো এক প্রতিবাদী তরতাজা প্রাণ
ঝরে গেল!
পিচ ঢালা রাজপথ রক্তের বন্যায়
ভেসে গেল!
আরো এক মা কাঁদছে দেখ
কাঁদছে আপন!
সাথি হারা বেদনায় গুমরে ওঠে
পথের স্বজন!
আরো এক শহিদের রক্ত জমিন
চুষে নিল!
বর্বর জালিমেরা ক্ষমতার নেশায়
এমন হল?
আরো এক নবিন জান্নাতি পাখি
সঙ্গি হল!
যার নেই মৃত্যু অনাবিল উচ্ছাসে
উড়ে চল!
আর কত ? আর শত ?
জীবন যাবে!
আর কত রক্তে জালিম
তৃপ্ত হবে?
আমার এই মনে আছে
যত ভীরুতা
সাহসে ভরে দাও
কেটে জড়তা
নাও মোরে বেছে প্রভু
তোমারি পথে
পারি যেন শহিদের
দলে ভিড়তে
বিষয়: সাহিত্য
১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন