দিশাহীন পথে, ঘুরছি
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৭ অক্টোবর, ২০১৩, ০৫:৫৮:৪১ বিকাল
ঘুরছি তো ঘুরছিই
এক প্রান্ত ছাড়িয়ে অন্য প্রান্তে
দিগভ্রান্ত পথিকের বেশে
কখন ধবধবে শুভ্র কবুতর
উড়ন্ত চিরন্ত ডানায়
ঠিকহীন দিশায়,দিকহীন পথে
সাদা মেঘের ভেলা সঙ্গি
কালোরা তখন দূরে
কখন কালোদের সাথে
জানিনা,জানা নেই
কোথায় যেয়ে থামব
এই চলা কোথায় শেষ
বর্ষার বৃষ্টিতে ভিজে যাই
মহানন্দে বসন্ত কাটাই
শরতের শিশির,হৃদয় জুড়ায়
এই লক্ষ্যহীন চলন্তে
আসবে কী ইতি!
জানিনা,জানা নেই
হয়ত আসবে
কিন্তু কবে সেই ক্ষণ!
জীবন ফুরানোর দিনে?
ঘুরছি,ঘুরছে আমার জীবন
জীবনের সব স্বপ্ন
এই ঘোরা,ঘুরতেই থাকবে?
ঘুরুক জীবন,ঘুরুক দুর্ণীবার
এরি মাঝেই সুখ লুটি
বিস্বাদের জীবন পার
এইতো ভাবনাগুলো দিক হারালো
কখন ভাবিনি এই ঘোরা লিখব
এইতো জীবন,চলন্ত দুর্বার
বিষয়: সাহিত্য
১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন