খাইছে পেদান একটি কৈতুরী ছড়া
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৩:৩৭:৩৫ দুপুর
টেরা মিজান
খাইছে পেদান
ইনু সাব ডিম্ব
মন্ত্রী শাজান
খাইছে জুতান
অন্যগুলাও দেখব!
দেশে আছে প্রটকল
ভীন দেশেযে নাইরে বল
তাইতো শোষক ভয়ে
হে জনতা আরযে কদিন
তার পরেযে আসবে সেদিন
পড়বে ওরা পায়ে
ফুটো নায়ে চোরের বেশে
লেজ গুটাবে দাদার দেশে
তৈরী তোমরা হও
হাড়ে হাড়ে বুঝিয়ে দেবে
আর কোনদিন রক্ত খাবে
শপৎ তুমি নাও
নেমে এসো ময়দানে আজ
ফেলে রেখে সকল কাজ
দেশ বাঁচানোর জন্য
রুখতে হবে সব অনাচার
ছাড়াতে হবে মজলুম নেতার
এসো হবে ধন্য
একটি কৈতুরী পরিবেশনা
বিষয়: রাজনীতি
১৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন