"ডাক্তারী পেশা এখন মানব কল্যাণ নয়,মানব ধ্বংসের মাধ্যম" ?
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪২:৪১ সকাল
বর্তমানে ডাক্তারী করা দেশের শ্রেষ্ঠ লাভ জনক পেশার মধ্যে একটি|মানব কল্যাণের মত মহৎ দৃষ্টিভঙ্গি যার সাথে অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত সেটি মানব ধ্বংসের মাধ্যমে পরিণত হয়েছে|এটি এমন এক আসন যেখানে বসে আপনি যেটা লিখবেন সেটাই চূড়ান্ত এবং এই লেখার বিনীময় যে পরিমাণ নির্ধারণ করবেন সেটাও অপরিবর্তন যোগ্য|কেউ টুশব্দটি করবেনা,আপনার হাতে যে অনেক ক্ষমতা!!!
ডাক্তার মহাসয়দের লাভজনক ব্যাবসার আমার কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদেরকে আজ সেয়ার করছি|অবশ্য এবিষয়ে আমার থেকে আপনারা আরো অধিক জানতে পারেন|
সেদিন আমার এক আত্মীয় সরকারী সরকারী হাসপাতালে একজন রুগী আনলো|হাসপাতাল আমার নিকটবর্তী এলাকায় হওয়ায় তাদের সঙ্গ দিতে হল|ওনারা দেরী করে আসায় সিরিয়াল পড়ল অনেক পিছনে|আত্মীয়টা পরিচিত একজনকে ডেকে এনে চেষ্টা করল সিরিয়াল একটু এগিয়ে নেয়ার জন্য|সিরিয়াল মেন্টনকারী কয়েকজন রুগীকে পিছনে ফেলে আমার আত্মীয়ের রুগীকে এক ফাকে চেম্বারে ঢুকিয়ে দিল|বিনিময় দশ দশ বিশ টাকার দুইটা গরম চামুচা খাইতে ভুললোনা|দেখেন চামুচা খাইতে ইচ্ছা হলে আমার কিচ্ছু করার নেই|আমিতো আর খেতে দেয়নি,বিষয়টা পরে বুঝেছিলাম|
ডাক্তারের কক্ষ থেকে একজন রুগি বের হলেই দেখতে হয় অবাক করা একটা দৃশ্য!চারদিক থেকে ছুটে আসে অতিউৎসাহী হঠাৎ উপকারী বনে যাওয়া কিছু মানুষ|একদল দেখে কী টেস্ট দিল,কয়টা দিল?আরেক দল দেখে কী ঔষধ লিখল,কোন কোম্পানীর?তারপর মিচকি হেসে বলবে চলুন অতি অল্প খরছে এই টেস্টগুলো করে দেব|আপনি সরকারীভাবে টেস্ট করাবেন?পাবেন এক সপ্তাহ পরে|বাধ্য হয়েই দালালদের অনুসরণ করা!প্রতিটা টেস্টের জন্য ডাক্তার সাব একটা পার্সেন্ট পেয়ে থাকেন|আর ঔষধ কোম্পানীর লোকগুলো দৌড়ানোর কারণ জানলাম আমার এক ভাইয়ের নিকট থেকে,যিনি একমিতে কাজ করেন|ডাক্তার রুগি দেখতে বসলে ঔষধ কোম্পানীগুলো তাকে ২৫০-৩০০ টাকা পর্যন্ত ভিজিট দিয়ে থাকেন|যাতে নিজ নিজ কোম্পানীর ঔষধ লেখে|তাইতো ওরা ছুটে আসে কোন ঔষধটা লিখলো দেখার জন্য|কোম্পানীগুলো ঔষধের ডিসপেনসারীতেও টাকা দেয়|আরো অনেক খরচ রয়েছে|তারপরেও প্রতি এক টাকা পরিমাণ ঔষধে কোম্পানীর চল্লিশ পয়সা পরিমাণ লাভ থাকে!!!এই তথ্য আমার ওই ভাইয়ের নিকট থেকে শোনা|পত্রিকায় কবেজানি দেখেছিলাম,ঔষধ তৈরীতে ব্যাবহার হয় ইটের গুড়া!আমারতো মনে হয় তার থেকেও নিকৃষ্ট কিছু দিয়ে তৈরী হয়|
এগুলো সমাজের এই মহৎ ব্যাক্তিদের নিকট অতি সাধারণ বিষয়|অবশ্য ভালো ডাক্তার নেই সেটা বলছিনা,অবশ্যই রয়েছে|তবে তাদের সংখ্যা অনেক কম|জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা ব্যাক্তিকে সর্বশান্ত করার মোক্ষম সময় কেবল ডাক্তারগণ পেয়ে থাকেন|আমার পরিবার ছোট ভাইটারে ডাক্তারী পড়াতে চেয়েছে|ভাবছি তাদেরকে এবিষয়ে নিরুৎসাহিত করব|উল্লখ্য,ডাক্তারী পেশায় নিয়জিত ব্যাক্তিরা প্রতিটা ক্ষেত্রে ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন|আপনার টেস্ট দরকার নেই,কিন্তু করিয়ে ছাড়বেন|আপনার অপারেসন দরকার নেই কিন্তু করিয়ে ছাড়বেন|তাহলে বুঝুন তাদের হাতে কত শক্তি!একজনকে মৃত্যুর কোলে ছুড়ে দেওয়া কোন ব্যাপারই নয়|
বিষয়: বিবিধ
১৩৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন