আধিপত্যবাদীদের গোপন প্লান:মিশর থেকে যার বাস্তবায়ন শুরু!!!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৩৩:৪৩ সকাল
আধিপত্যবাদী যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিজেদের কতৃত্ব সুদূড় করতে ব্যাপক পরিসরে যুদ্ধ শুরু করে দিয়েছে|যে সামরিক অভিযানের কথা বলা হচ্ছিল দীর্গ দিন সেটার বাস্তববায়ন হতে চলেছে|আরব বসন্তের কারণে মধ্যপ্রাচ্য এমরিকার কালো হাতের থাবা থেকে ফসকে বেরিয়ে যাচ্ছিল যা ইজরাঈলের অস্তিত্তের জন্য হুমকি|বিশ্ব মোড়লগণ ভাবনায় পড়ে যায়,কী হতে যাচ্ছে!তৈরী করা হয় নীল নকশা|তাদের নকশায় প্রধান শিকার চিহ্নিত করা হয় মিশরের নব্য নির্বাচিত সরকারকে|শিরিয়া,ইরান তাদের জন্য কাটা ছিল মাঝে আরব বসন্ত মিশরকে তাদের জন্য উঠথি কাটা তৈরী করছিল|তাদের প্লানে ধরা পড়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জয়ী হতে হলে অবশ্যই মিশরকে তাদের কব্জায় রাখতে হবে|প্লান অনুযায়ী প্রথম কাজে ব্যাপক সফলতায় যুক্তরাষ্ট্র,ইজরাঈল ও তাদের মিত্র দেশগুলো দ্বিতীয় টার্গেটের দিকে একটু তড়িঘড়ি অগ্রসর হচ্ছে|ধূয়ো তোলা হয় শিরিয়া রাশাইনিক অস্ত্র ব্যাবহার করেছে|এটা নিছক নাটক ছাড়া কিছুই নয়|এই যুদ্ধ শুধু মাত্র শিরিয়াকে কেন্দ্র করে চলবেনা,হানাদারদের প্রধান টার্গেট থাকছে ইরান|অর্থ্যাৎ মধ্যপ্রাচ্যে তাদের একচ্ছত্র আধিপত্তের জন্য বাধা সকল শক্তিকে উৎখাত করা|ওদিকে হামাসের মত ক্ষুদ্র দলকে শেষ করার জন্য মিশরীয় রক্ত চোষা সেনাবাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে|সৌদ আরব প্রকাশ্যে নাহলেও ভিতরে ভিতরে ইজরাঈলের সাথে একই স্বার্থে কাজ করছে এটা নির্দিধায় বলা যায়|একসময় এমন হতে পারে,তাদের পরিকল্পনা সফল হল|মধ্যপ্রাচ্যে ইজরাইল,যুক্তরাষ্ট্রসহ আধিপত্য বাদীদের বিরুদ্ধে কথা বলা সকল শক্তি নিচ্চিহ্ন হল|ইজরাইলের বর্ধিত রূপ হবে শুধু ফিলিস্তিন নয় শিরিয়াও|তারা শিরিয়াকে ফিলিস্তিনের মত গিলে ফেলতে চাইবে|কিছু কিছু দেশ এর বিরধিতায় তৈরী হলে শুরু হবে নতুন প্লান অনুযায়ী কার্যক্রম|সম্ভবত সৌদিকে তারা পুতুল হিসেবে ব্যাবহার নাকরে তখন ছুড়ে ভেঙ্গে ফেলবে|এখন যেসব আরব রাষ্ট্র তাদের বড় মিত্র তারাই সম্ভবত তাদের টার্গেটে পরিণত হবে|অবশ্য এখন তাদেরকে ব্যাবহার করা হচ্ছে কিন্তু সেই বোধটুকু তাদের নেই|থাকবে কীভাবে,ওরাতো ক্ষমতার লোভে জ্ঞানশূণ্য হয়ে জাত শত্রুকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে!
মুসলমানদের চরম অনৈক্যের মাঝে তাদের জন্য কোন আশার আলো দেখছিনা|প্রকৃতপক্ষে এটা তাদের পাওনা পরিশোধ বলা চলে|এই ধ্বংস লিলা অনিবার্য|হ্যাঁ,বলছি অনিবার্য|আপনি লিখে নিতে পারেন আপনার অন্তরের পাতায় পাতায়|যদিও এটি আমার ব্যাক্তিগত মতামত|তবে এই জ্ঞানটুকু পেয়েছি কোরআন হাদীসের শিক্ষা থেকে|এটাও সত্য যে একদল আশা জাগানো মানুষ রয়েছে এবং তারা থাকবে|তবে জয়ের পর্যায়ে হয়ত তারা পৌছাতে পারবেনা|
বিঃদ্রঃ এটা আমার একান্ত ব্যাক্তিগত বিশ্লেষণ ছাড়া কিছুই নয়|আমার সামন্য মেধায় যাকিছু ধরা পড়লো তাই আপনাদের জন্য লিখে ফেললাম|||
বিষয়: আন্তর্জাতিক
১৬৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন