এমন যদি হত!!!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৯ আগস্ট, ২০১৩, ০৪:০২:৪৮ বিকাল

এমন যদি মুসলিম জাতির সব নারীরা হত!

জন্ম নিত ঘরে ঘরে খালিদ ওমর শত

আসমা নামের ওই কিশরী জাতির প্রেরণা

ন্যায়ের পথিক মুজাহীদের ত্যাগের বর্ণনা

হে বোনেরা হতে যদি এই বোনেরী মত!

নির্যাতিত মানবতা মুক্তি তবেই পেত||

এই ধরাতে তাকিয়ে দেখ বাজছে দুঃখের বীণ

রক্ত নদী যাচ্ছে বয়ে কাঁদছে সহায়হীন

খালিদ তারিক নাইরে ধরায় এগিয়ে আসার মত

পারবে কী বোন জন্ম দিতে আবার আলী শত?

এমন যদি মুসলিম জাতির মা বোনেরা হত!

জন্ম নিত ঘরে ঘরে খালিদ ওমর শত|||

উৎসর্গ:প্রিয় বোন শহীদ আসমা বেলতাগী|

বিষয়: সাহিত্য

১৬৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File