হায়েনার কালো থাবায় জর্জরিত আরব বসন্ত:মুসলিম জাতি সত্তা পুড়ে ছারখার

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৮ আগস্ট, ২০১৩, ০১:২১:১২ রাত

আরব মরুর বুকে শৃঙ্খলিত জিন্জির থেকে মুক্তি পাগল মানুষের আত্মত্যাগে অর্জিত মুক্তির পরশ বসন্তটিকে মার্কিন-ইজরাইলের বিষাক্ত কালো থাবা ফিরাউনের উত্তরসূরী আর ক্ষমত লোভী কিছু দানব রূপী শাসকদের দ্বারা আজ চরম ভাবে আক্রান্ত|ওরা ছিনিয়ে নিচ্ছে স্বাধীনতাকামী মানুষের তীব্র আকাঙ্ক্ষাকে|যার জন্য তাদেরকে শত শত বছর অপেক্ষা করতে হয়েছে,বর্বর নির্যাতন সয়ে আসতে হয়েছে|বিশ্ববাসী দেখলো শত বছর ধরে সংগ্রামে অর্জিত তাদের সফলতাকে কীভাবে ছিনিয়ে নেয়া হচ্ছে|এও দেখলো বিশ্ববাসী,এই আরবীয় মুক্তি পাগল মানুষগুলো তাদের সফলতাকে ধরে রাখতে কীভাবে মরুর তপ্ত সদা শুষ্ক ভূমিতে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে|এরা অর্থাৎ এই সংগ্রামী সম্প্রদায়ের আত্মত্যাগ যুগে যুগে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে খচিত রয়েছে|এদের কখনো পরাজয় হয়না|এরা বিজয়ী হয়|অবশ্যই অবশ্যই এরাই বিজয়ী হয়ে এসেছে!দেখুন হাজার বছর ধরে লিখিত ইতিহাসের প্রতিটা পরতে খুজে|ওদের রক্তে এমন সব বীজ তৈরী হয় যা একেকটি সুরভিত ফুল বাগান তৈরী করে|সেই ফুল বাগানে ছুটে আসে সৌরভে মোহিত শত শত ভোমরা|এই ভোমরার দল আরো বৃহৎ পরিসরে ছুটে চলে তাদের পূর্বসূরীদের দেখান পথ পানে|পারেনা,কিছুতেই না এই ভোমরাদের কেউ রুখতে|পূর্বসূরীদের রক্তে গড়া স্বপ্ন বাস্তয়নে সফল হয়|

আজ যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্য নিয়ে মরণ খেলায় মেতে উঠেছে|একদিকে মিসরে তাদের নীল নঁকশা বাস্তবায়ন করতে পেরে অন্যটি বাস্তবায়ন করতে সিরিয়ায় হামলা চালাতে যাচ্ছে|আমি সিরিয়ার আসাদ সরকারকে সমর্থন করিনা কিন্তু মার্কিনী হায়েনাদের প্রতিবন্ধকতা দূর করতে ছুটে আসা রক্ত পিপাষু রণতরী আর বোমারু বিমানগুলোকে অভ্যন্থনা জানাতে পারিনা|এই হায়েনারা পারতো অনেক পূর্বেই সিরিয়ায় হামলা চালাতে|এখন কেন করছে?এটা একেবারে স্পষ্ট|এই সুযোগ তারা কী হাতছাড়া করতে পারে?অপেক্ষা করুন তুরুষ্কের ইসলামপন্থী এরদোগান সরকারের পতননের দৃশ্য দেখার জন্য|আর বেশী দেরী নেই ইরানের উপর হামলার বহুদিন ধরে আশঙ্কিত চিত্র দেখার|গোটা মধ্যপ্রাচ্যে দাউ করে আগুণ জ্বলে উঠবে|মুসলিম জাতিসত্তার প্রাণ কেন্দ্র পুড়ে ছারখার হবে|সেই আগুণের জ্বালানি হবে তোমার আমার মা,বোন,সন্তান আর অসহায় মানুষগুলো|যারা মহান প্রভুর দরবারে ফরিয়াদ করবে,"হে আল্লাহ!এই জালিমের শোষণ থেকে আমাদেরকে মুক্তির জন্য একদল সাহার্যকারী পাঠিয়ে দাও|"তাদের আর্তনাদ কী গোটা মুসলিম জাতিকে জাগিয়ে তুলতে সক্ষম হবে?পারবে কী শহিদদের রক্তে তৈরী ফুলবাগেনের ভোমরারা তাদেরকে মুক্ত করে জগতের সকল হায়েনাদের কবর রচনা করতে?পারবে ইনাশা আল্লাহ,পারতেই হবে!!!

বিষয়: আন্তর্জাতিক

১৪৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File