হায়েনারা সব খানেই সিমিলার!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৭ আগস্ট, ২০১৩, ১০:৪৪:৫৩ রাত



ওদের স্বভাব চরিত্রের মাঝে বিন্দুমাত্র গরমিল নেই|বিশেষত হায়েনা বলতে যে স্বভাবকে আমরা নির্দেশ করি ওদের মাঝে এগুলোর ঘাটতি নেই|যদিও দেশ কাল পরিবেশ ভিন্ন হয়ে থাকে|এদেশের শাপলা চত্তর আর মাওলানা সাঈদীর রায় পরবর্তী বিক্ষভকে কেন্দ্র করে নৃশংসতা মিলে যায় মিশরের সাম্প্রতিক ঘটনা প্রবাহের সাথে|নিষ্ঠুরতা এদের ধর্ম বিশ্বাস যাকে ওরা মনে প্রাণে লালন করে|ওদের দেহে রক্ত মাংস ঠিকই রয়েছে,রয়েছে একটা প্রাণ কিন্তু সে প্রাণে নেই কোন মানবিকতা|যেটাকে হায়েনা বললে মনে হয় ছোট হয়ে যাবে|কারণ হায়েনা নামের পশুর মাঝেও খোদা প্রদত্ত দয়া রয়েছে কিন্তু এই মানুষরূপি হায়েনাদের মাঝে সেটার বিন্দুমাত্র অস্তিত্ত নেই|

এই দূরদেশে বসে মিশরের মজলুমানদের জন্য অশ্রু বিসর্জন দেয়া ছাড়া তেমন কিছুই করার নেই আমাদের |হয়ত একটু প্রতিবাদ করতে মাঠে নামছি কিন্তু এদেশের হায়েনারা ঝাপিয়ে পড়ছে সে প্রতিবাদকেও রুখে দিতে|দেখুন আর ভাবুন পারলে অশ্রু ফেলে কাঁদুন অসহায় মানবতার জন্য|যাতে ক্ষতবিক্ষত মনটা একটু হলেও হালকা হবে|

বিষয়: বিবিধ

৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File