নতুন ধর্মের আবির্ভাব!!!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৬ আগস্ট, ২০১৩, ১২:০৪:২৮ দুপুর
আমার একটা বিষয় মটেও
বুঝে আসেনা|শেখ মুজিব কী মুসলমান
নয়?নাকি হিন্দু?অথবা হিন্দু
মুসলিম মিলিয়ে?
গতকাল ওনার জন্য দেখলাম
দোয়া করা হচ্ছে যৌথ প্রার্থণার
মাধ্যমে!আমিতো জানি একজন
মুসলমান
একাত্ববাদে বিশ্বাসী এবং সে অস্ব
করে আল্লাহর সাথে সকল
অংশিদারিত্বের বিশ্বাসকে|অথচ
শেখ মুজিব একজন মুসলিম
হলে কীভাবে তার জন্য প্রার্থণার
আয়োজন
হতে পারে পৌত্তলিক,মোশরেকদের
নিয়ে!
মুশরিকরা প্রার্থণা করে তাদের
বিশ্বাস অনুযায়ী আর
মুসলিমরা তাদের
বিশ্বাসকে অস্বীকার করে|
সুতরাং মুশরিকদের দিয়ে প্রার্থণার
আয়োজন তাদের
বিশ্বাসকে স্বীকৃতি দেয়া নয়কী?
আমার মনে হয় এটাই
ধর্মনিরপেক্ষতা নামের সেই ধর্ম|
যেখানে আকবরের প্রণিত ধর্মের
সাথে মিল রয়েছে|এই ধর্মের
রূপটা ঠিক এরকম,
কপালে সিঁদুর আঁকব আবার
ঘোমটা দেব|বলবো,"এবছর
বজরা দেবি গজে চড়ে এসেছে তাই
ভালো ফসল হয়েছে" আবার কথায়
কথায় ইনশাআল্লাহ বলতে ভুলবোনা|
রাসূলের সঃ মদিনা সনদ
অনুযায়ী দেশ চলবে|
সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর
উপর
আস্থা রাখাটা সনেদে পাওয়া যাইনি|
আমাদের নবী প্রেম খুবই|
ওইতো নবীকে কটাক্ককারী রাজিব
বিচার করছি|রাজিবতো দ্বিতীয়
মুক্তিযুদ্ধের প্রথম শহিদ|
মন্দিরে যেয়ে দোয়া নেব আবার
ইজতেমায় যেয়ে হাত তুলতে ভুলবনা|
বেশ
করে পট্টি মাথায়,হাতে তজবি থাকবে|
মাঝে মধ্যে বিশেষ প্রার্থণায়
অর্ধেক আল্লাহকে অর্ধেক
ভগবানকে স্মরণ করব,একবার
আল্লাহকে একবার
ভগবানকে ডেকে উঠবো|
এইতো আমাদের ধর্ম বিশ্বাস!
বিঃদ্রঃ:
এটা শিখ হাসিনা প্রদর্শিত ও
পরিচালিত একমাত্র ধর্ম
তবে আকবর এবং ম্যাকিয়াভেলির
তৈরী মতবাদের কিছুটা সংমিশ্রণ
রয়েছে|||
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন