"আর কতটা"

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৫ আগস্ট, ২০১৩, ০৭:৪৩:২২ সকাল

আর কতটা ঝরলে রক্ত

দেবে তুমি বিজয়?

আর কতটি গেলে জীবন

হবে তুমি সহায়?

বলো প্রভু জবাব দাও

দাও বাড়িয়ে হাত

দুঃখের এদিন দাওগো কেটে

পাঠাও সুখের বাত!

ওইযে তোমার দ্বীনের জন্য

মরছে শত শত

এই কাফেলার বিজয় দিতে

নাওগো লাগে যত!

স্বার্থ কিছুই নাইতো ওদের

তোমার খুশি ছাড়া

সেই ফেরাউন আজো দেখি

মূসার সামনে খাড়া!

আর পারিনা সইতে মহান

রক্ত সাগর দেখে

ভুলগুলি হে দাওগো মুছে

সুধ্যটুকু রেখে!

একটি বারে তাকিয়ে দেখ

কাঁদছে মজলুমান

হৃদয় সাগর বাধ ভেঙ্গেছে

বান ডেকেছে বান!

যেমন করে পেল রহম

মুসা নবীর বহর

ঘোর তমসার এই রজণি

তেমনি করো ভোর!

বিষয়: সাহিত্য

৮০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File