হায়রে আমার দেশ!!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১২ আগস্ট, ২০১৩, ০৬:১২:৩৯ সন্ধ্যা
হায়রে আমার দেশ!!!
হায়রে আমার প্রাণের বাংলাদেশ
ডাইনি বুবুর থাবায়
বুঝি হয়ে গেলি শেষ!
কেউ নিরাপদ নাইরে হেথায় বুবুর দল
ছাড়া
সত্য কথা বললে কেউ পরবে হাত কড়া!
কোথায় যাবো তোমায়
ছেড়ে ওগো আমার দেশ?
আর কত কাল
হতে হবে এমনি করে শেষ?
হায়রে আমার প্রাণের বাংলাদেশ!
রক্ত ঝরে মুক্তিকামীর তোমার সবুজ
বুকে
দিকে দিকে মানবতা কাঁদছে ধুখে ধুখে
ভীনদেশীদের কাছে তোমায়
তুলে দিতে চায়
আর কিছুদিন গেলে কাজটা সম্পূর্ণ
প্রায়
স্বপ্ন বুবুর স্বপ্নই রবে নাহই
যদি শেষ
মৃত্যু ভয় ঝেড়ে ফেলে ছিড়ছি বুবুর
কেশ
হায়রে আমার প্রাণের বাংলাদেশ!
হায়রে আমার প্রাণের বাংলাদেশ
ডাইনি বুবুর থাবায়
বুঝি হয়ে গেলি শেষ!
বিষয়: সাহিত্য
১০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন