হে বিশ্বের মুসলিম সম্প্রদায়! তোমরা এই দিনে আনন্দ করতে পারো,আমি পরবোনা,কিছুতেই না!
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৮ আগস্ট, ২০১৩, ০৩:১২:০১ দুপুর
মহিমান্বিত রমযান মাস বিদায় যানাচ্ছে!
ইতোমধ্যে ঈদের সূচনা হয়েগেছে|বাংলাদেশে হয়ত শুক্রবার কিংবা শনিবার ঈদ হবে|তবে শুক্রবার হওয়ার সম্ভাবনাটা বেশী|
দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পর চারদিকে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে|এই দিনটির জন্য প্রতিক্ষা যেন একটি বছর ধরে করা হচ্ছিল|আমি কয়েকটা কারণে এবার ঈদের আনন্দে অংশিদার হতে পারছিনা|হয়ত আমার মত কিছু লোক পাওয়া যাবে যারাও ঠিক একই কারণে আনন্দিত হতে পারছেনা|
কেউ কী এমন আছে যে বলতে পারবে আমার রোযা,সেহরী,ইফতারী কবুল হয়েছে কিনা?
কেউ কী এমন আছে যে বলতে পারবে আমার পাপ সমূহ ক্ষমা করা হয়েছে কিনা?
পারবেনা নিশ্চয়!
তাহলে কীভাবে আনন্দে নিজেকে ভাসিয়ে দেব?অন্তত আমার জন্য আনন্দ নয়,আপনার জন্য হতে পারে|
২৮শে ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া,মাঝখানে ৫ই মে শাপলা চত্তরসহ সারা দেশে চলতে থাকা হত্যাযগ্যে যারা প্রাণ দিয়েছেন সেসব শহিদানদের পরিবারের এবারের ঈদ কী আনন্দে কাটবে?আমার এতগুলো দীনি ভাই(বুধবার ও দুজন)চলে গেলো নির্মমতার শিকার হয়ে সত্যিই যদি আমি তার ভাই হয়ে থাকি তাহলে কীভাবে খুশিতে মাতবো?
আমি পারবোনা,আপনি হয়ত পারতে পারেন|
আমি কীভাবে ভুলে যাবো মিশরের রাজপথে আন্দোলন রত ভাই বোনদের কথা?যারা কিনা দীর্ঘ একমাস ব্যাপী শত শত শহিদদের ক্ষুণকে উপেক্ষা করে তাগুতের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন!
আমি পারবোনা ভুলতে পিতা হারা ওই শিশুটির কথা যার এবারের ঈদে একটি নতুন জামা কিনে দেয়ার মত কেউ নেই!
আমি পারবোনা ওই মায়ের কথা ভুলতে যার এবারের ঈদে "মা" বলে প্রিয় সন্তানটি আর ডাকবেনা!
আমি পারবোনা শিরিয়া,আফগান,ইরাক,ফিলিস্তিন,আরাকানসহ গোটা বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের কথা ভুলে যেতে!
যারা শুধুমাত্র দীনের জন্য তাগুতের কারাগারে এবারের ঈদ কাটাবে তাদের কথা ভুলে যেতে আমি পারবোনা?
পারবোনা গরিব দুঃখির কথা ভুলতে যাদের ঈদের দিনেও অন্যের দুয়ারে হাত পাততে হয়!
কিভাবে ভুলবো খেটে খাওয়া মানুষগুলোকে যাদের ঈদের দিনেও কাজ নাকরলে সংসার চলেনা!
হে পৃথিবীবাসী!তোমরা পারো আনন্দ করতে এই দিনে আমি পারবোনা,কিছুতেই না|
বিষয়: বিবিধ
৯৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন