আলোর প্রার্থণা (কবিতা)
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৫ আগস্ট, ২০১৩, ০৪:৩২:৫০ বিকাল
আলোর প্রার্থণা
......_.........
হতাশ হয়ে ফিরছি প্রভু
উপায়ান্ত নাই দেখে
তুমি আমার আঁধার মাঝে
আশার রেখা দাও একে|
তাকিয়ে আছি তোমার তরে
লুটিয়ে মাথা দরবারে
চাও ফিরে চাও হে দয়াময়
ডাকছি তোমায় প্রাণ ভরে|
ওইযে দেখ মন গগণে
মেঘ জমেছে কাল বেলায়
ঝড়ো পবন আসছে তেড়ে
ভাঙ্গতে বুঝি মোর আলয়!
ঘোর আঁধারে জ্বালাই যখন
প্রদীপ আশার বীজ বুনে
তেলের ক্ষরায় যায় নিভে সে
হতাশ করে সেই ক্ষণে|
আর পারিনা সইতে মহান
বিষের ব্যাথায় ভরা মন
আমায় ওগো আলো দেখাও
হাসুক আবার আপন জন|
বিষয়: সাহিত্য
১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন