আওয়ামীলীগ মানে ..... কইয়া দিলাম _মাইন্ড খাইয়েন না_
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০১ আগস্ট, ২০১৩, ১০:৩২:৩১ সকাল
আওয়ামীলীগ মানে
___________
আওয়ামীলীগ মানে গুণ্ডা বদমাইস সন্ত্রাসীদের দল
দেশের সম্পদ লুটে খাওয়া
যাদের জন্য হালাল|
আওয়ামীলীগ মানে রাম বামদের মস্ত আড্ডাখানা
সুশীল চুশীল সব ওদেরী
ভদ্র লোকের ঘৃণা|
আওয়ামীলীগ মানে হানাহানি
স্বার্থ নিয়ে নিজের
সহকর্মী হত্যাকরে
কাপেনা বুক যাদের|
আওয়ামীলীগ মানে রক্ত চোষা
হায়েনার মত কর্ম
পাখির মত মানুষ মারা
এটাই যাদের ধর্ম|
আওয়ামীলীগ মানে ইসলামদ্রোহী
দাদা বাবুর গোলাম
ভারত মাতার দেশ বানানো
দীর্ঘ দিনের কাম|
আওয়ামীলীগ মানে চেতনাধারী
স্বার্থ সিদ্ধির জন্য
যোগ্য ব্যাক্তি বঞ্চিত হয়
বসায় মেধাশূর্ণ|
আওয়ামীলীগ মানে সেঞ্চুরিয়ান
শত শত ধর্ষণে
জনতার মন ভরিয়ে দেয়
মিথ্যা কথার বর্ষণে|
আওয়ামীলীগ মানে সঙ্করায়ন
ইনু-চুরণ মিলে
দাদা-দিদি ফন্দি আটে
ফেলবে এদেশ গিলে|
আওয়ামীলীগ মানে ভীষণ হিংস্র
মজলুমানের কান্না
সন্তানহারা মা জননীর
অভিশাপের বন্না|
আওয়ামীলীগ মানে পুড়বে এবার
প্রদিবাদের অগ্নিতে
আম জনতা দিচ্ছ হুংকার
প্রতিশোধ নিতে|
বিষয়: রাজনীতি
১১৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন