উন্নত জীবন আর একটু সুখের মোহে আপনি প্রবাসে রয়েছেন,সত্যিই কী সুখি হতে পেরেছেন???
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৯ জুলাই, ২০১৩, ১২:৩৭:৪০ দুপুর
অনেকই প্রবাসে রয়েছেন,কেউ জীবন চালানোর তাগিদে আবার কেউ উন্নত জীবন যাপনের মোহে সেদেশের নাগরিকত্ব নিয়ে|এই উন্নত জীবন যাপনকারী প্রবাসী ভাই বোনদের জন্য আমার একান্ত অনভূতিটুকু লিখলাম|
অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছে উন্নত
দেশের নাগরিক হয়ে|
এটাকে আমি মটেও ভালোবাসিনা|
আমার এই সবুজ শ্যামল দেশটা গরীব
হলেও অন্তত নিঃস্ব নয়|এর
মাঝে অতুলনীয় সম্পদ রয়েছে|
যা অন্য কোথাও নেই|এটা আমার
জন্মভূমী|একে আমি ভালোবাসী|
ক্ষণিকের ভোগ বিলাশের জন্য
একে ছেড়ে চলে যেতে প্রস্তুত নই|
তাইতো যারা দেশ ছেড়ে সুযোগ
সুবিধার আশায়,উন্নত জীবন
যাপনের লোভে ভীন দেশ
চলে যাচ্ছে তাদেরকে আমি কিছুতেই
সমর্থন করিনা|
আপনার ব্রিটেন কিংবা এমরিকায়
হয়ত কখন বিদ্যুৎ যায়না,আমাদের
দিনে দশবার চলেযায়|
আপনার হয়ত আছে অবারিত চাহিদার
প্রাপ্তি,আমরা দশটা চাইলে একটা পে
পারি নাও পারি|
আপনাকে হয়ত রোদ্দুরের
উষ্ণতা,শীতের তীব্রতা স্পর্শ
করেনা,আমরা রোদে পুড়ে আর হীম
শীতলের মাঝেই জীবন কাটাই|
আপনাকে হয়ত চতুর্মুখী বিড়ম্বনার
শিকার হতে হয়না কিন্তু আমাদের
হতে হয়|
আপনি হয়ত সবকিছু
দামি এবং উন্নত পুষ্টিগুণে সমৃদ্ধ
স্বাস্থকর খাবার খান,আমরা মাছ ভাত
আর সবজি খেয়েই জীবন চালাই|
আপনার ওখানে হয়ত সবকিছুই
উন্নত,সভ্যতার স্বর্ণ
শিখরে আপনার আবাস,আর
আমরা মাটি আর খড় খুটায়
কিংবা সুন্দরবনের গোলপাতায়
তৈরী ঘরে বাস করি|
আপনার সন্তানকে হয়ত বিশ্বের
শ্রেষ্ঠ বিদ্যাপিটগুলোতে পড়ান,আর
আমদের সন্তানকে টিনের
ছাওনি প্রাইমারী আর পাটশালায়
বড়জোর কলেজ ভার্সীটিতে পড়াই|
কত শত সুযোগ সুবিধা আপনার!নাই
কোন কিছুর অভাব আরো কত
অবর্ণনীয় সুবিধা ভোগ করেন
আপনি,আমরা এই আছি এই নেই,নুন
আনতে পান্তা ফুরায় এভাবেই আছি|
"তবুও আমরা আছি আমাদের
মাটিকে আঁকড়ে ধরে,আমাদের
পিতা মাতার তৈরী সভ্যতা নিয়ে|
আমাদের সম্পদ আমরাই ভোগ করছি|
কিছু
অপ্রতুলতা আমাদেরকে অসুখি করতে
থাকলেও আমরা পরম তৃপ্তিতে রয়েছি|
অভাব থাকলেও
সকলে মিলে ভাগাভাগি করে নিয়েছি|
আমরা একে অপরের
সাথে মায়াবী বন্ধনে আবদ্ধ রয়েছি|
আমি বিপদে পড়লে আমার
প্রতিবেশী ছুটে আসে|
এইতো সুখ,এইতো জীবন,এইতো আমার
দেশ,এইতো আমার জন্মভূমি|বড়
তৃপ্তিতে রয়েছি এই এখানে!"
"আপনার নেই কোন অভাব,তবু
আপনি পরের দেশে আছেন,পরের
সভ্যতাকে নিজের মনে করছেন,ওদের
দ্বারা কখন কখন বর্ণবাদের শিকার
হচ্ছেন|আপনার সব থাকলেও নেই যেন
একটা জিনিস!সেটা আপনার মনের
অপূর্ণতা|মনে খুট খুট লেগেই
থাকে আপনার,মনটা বার বার
ছুটে আসে পিতৃভূমিতে|বড়কথ
া সবথেকে পরবাসী আপনি,পরবাসী!"
(কাওকে আঘাৎ দেয়ার জন্য আমার এই লেখা নয়|এটা একান্তই আমার ব্যাক্তিগত ভাবনার বহিঃপ্রকাশ মাত্র|কেই কিন্তু কষ্ট নিবেন না|)
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন