সত্যকথন কাল হলি???
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ২৩ জুলাই, ২০১৩, ০১:১৪:৩৯ দুপুর
সরকারের স্বেচ্ছাচারিতাকে যে ব্যাক্তিটি সমালোচনা করত,যাদের পরামর্শে প্রধানমন্ত্রী বারা বার বিতর্কীত সিদ্ধান্ত নিয়েছেন তাদের সমালোচনাই এমপি রনির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে
গাজীপুরে দলের ভরাডুবির কারণ সম্পর্কে যিনি প্রধানমন্ত্রীর চারপাশের ব্যাক্তিদেরকে দায়ী করেছিলেন,গোলাম আজমের রায়ের পরে যিনি মাওলানা সাঈদীর কাছে ক্ষমা চেয়ে স্টাটাস দিয়েছিলেন,টকশোতে যিনি সর্বদা সত্য বলে গেছেন,মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইবুনালের কিছু দিক নিয়ে যিনি সমালোচনা করেছেন তার ওই সত্য কথন কিছু ব্যাক্তি একেবারেই সহ্য করতে পারছিলোনা|
একান্তই প্রয়োজন ছিল এই মুখটা বন্ধ করার|
এরকম সমালোচনা যেসব ব্যাক্তি বা প্রতিষ্ঠান করেছিল তাদেরকে হাতকড়া পরতে হয়েছে,প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়াকে বন্ধ করা হয়েছে|
নিজ দলের হয়ে রনিকে হাতকড়া হয়ত পরতে হবেনা কিন্তু প্রধানমন্ত্রী থেকে শুরু করে দলের অনেকেই তার ওপর ক্ষুব্ধ এটা একেবারেই সত্য|
"সাদা বেশ আর শুভ্র কেশধারী"(তার উক্তি)রা তার সমালোচনা থেকে বাঁচতে,তার মুখকে বন্ধ করতে তারই মিডিয়াকে ব্যাবহার করেছে|কিছুদিন ধরে তারা এমন একটা সুযোগ খুজতেছিল|ওইযে তাকে মিডিয়ায় নিষিদ্ধ করা হল|
মুখটা বন্ধ করতে এর চেয়ে উত্তম পন্থা আর কী হতে পারে?
এমপি রনির কাজটা হয়ত আপনাদের নিকট খারাপ লেগেছে কিন্তু এর পিছনে যে এসব কারণ নিহিত সেটা ভাবলে তাকে আপনারা কিভাবে খারাপ বলবেন?
সাংবাদিক হোক আর যেই হোক একজনের কর্মকাণ্ড গোপনে ধারণ করা বা গোয়েন্দাগিরী করা কতটুকু বৈধ?তাও আবার দরবেশ বাবা তথা তার এন্টি পর্টির মিডিয়া!
বিষয়: রাজনীতি
১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন