মূল্যায়ণহীন মেধা এবং হতাশা

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১১ জুলাই, ২০১৩, ১২:৫৫:৪৯ দুপুর

মূল্যায়নহীন মেধা

রফিক ভাই একজন জিনিয়াস স্টুডেন্ট|গত বছর ঢাবি থেকে সমাজ বিজ্ঞানে মেধার সাক্ষর রেখে অনার্স কমপ্লিট করেছেন|

ভাইটি একটা ভালমানের চাকরির জন্য সারাদেশ ঘুরে বেড়াচ্ছেন|বিসিএস পরীক্ষা দিলেন|আশা ছিল ভালভাবেই উত্তীর্ণ হবেন!

ইস!ফলাফল দেখে মাতা ঠিক থাকেনা|এমন অবস্থা শুধু তার নয়,হাজারো ছাত্রের|মেধার কোন মূল্যায়ন নেই এই দেশে|

রফিক ভাই নিজেকে অনেক হতভাগা মনে করেন যখন দেখেন সমাজের অযোগ্য-অদক্ষ,মেধাহীনরা কোটা সিস্টেমের কারণে সরকারী উচ্চপদে চাকরি পেয়ে যাচ্ছে|অথচ তারমত মেধাবীরা অনেক কষ্টে লেখাপড়া শেষে বাপ-মায়ের মুখে হাসি ফুটাতে পারছেন না|

হতাশা নিজের জীবনকে দূর্বীসহ করে তোলে|

উনি ভাবেন ক্রাইম জগতে ঢুকে যাবেন|কিন্তু পরবর্তীতে নিজেকে সংযত করেন|যদি তিনি সোহাগদের মত কূরাজনীতি ও করতেন,হাতে বইয়ের পরিবর্তে অস্ত্র তুলে নিতেন তাহলে তাকে এভাবে ঘুরে বেড়াতে হতনা,নিশ্চিৎ চাকরি পেয়ে যেতেন|

ওনার ক্লাশফ্রেন্ড যারা রাজনীতির সাথে যুক্ত ছিল,যারা পরীক্ষার সময় তার কাছে ধর্ণা দিত তারা এখন বিসিএস ক্যাডার হতে চলেছে কিংবা ভালো ভালো সরকারী চাকরী পেয়ে যাচ্ছে!

আমাকে রফিক ভাই নিজের দুংখের

কথা এভাবেই বর্ণনা করছিলেন|

আমি তার পাঁচ বছরের ছোট ফুফাত ভাই|ভাবছি পড়ে লাভকী?

গ্রামের কেঠে খাওয়া মানুষগুলোর মত খাটা শুরু করি,তাতে আমি লাভোবান হব!

পিতা-মাতার কষ্টে উপার্জিত সম্পদ নষ্ট নাকরে নিজেই উপার্জন করি,যাতে রফিক ভাইদের মত একটা চাকরীর জন্য দ্বারে দ্বারে ধর্ণা দিতে নাহয়!

শুভ্র কবুতর

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File