রক্তস্নাত মিশের সংগ্রামী জনতাকে নিয়ে লেখা এক গুচ্ছ কবিতা "রক্ত নদী মিশর"

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৯ জুলাই, ২০১৩, ১১:৫৯:৫২ সকাল

কবিতা..১

মিশরের সংগ্রামী জনতার রক্ত বৃথা যেতে পারেনা...

#মানবতা!

ওহে মানবতা...?

রয়েছো কোথায় লুকিয়ে?

দেখনা কী এই বর্বরতা?

মানবতা...?

নিথর দেহ পড়ে আছে

রক্তস্নাত অবুঝের

কী দোষ ছিল?

কী বাধা দিল?

জবাব দেনা মানবতা!

ওহে মানবতা...?

তুইকী বধির?

শুনিসনা কী?

স্বজন হারার ব্যাকুলতা!

মানবতা!

ওহে মানবতা...?

মানুষ রূপি

দানব নাকি?

মানব থেকে মানবতা!

মানবতা!

ওহে মানবতা...?

রক্ত মাংস

তোমার মাঝে

ওদের মাঝেও কী ছিলনা?

মানবতা!

ওহে মানবতা...?

কবিতা...২

ফিরবো নারে আর

মারো যত বুলেট আছে

পেতে দিলাম বুক

নাও ছিনিয়ে জীবন মোদের

পাওগো যদি সুখ|

শত প্রাণ ঝরে গেছে

জাকনা আরো হাজার

আমার নেতার মুক্তি ছাড়া

ফিরবো নারে আর|

বুলেট বোমা শত হাতিয়ার

তুচ্ছ মোদের কাছে

লড়েই যাবো প্রাণ বায়ুটা

যতক্ষণ দেহে আছে|

ঈমান মোদের বক্ষে ঠাসা

মুখে শ্লোগান আল্লাহর

আমরা তাঁর করছি গোলামী

বিধান চাইছি প্রতিষ্ঠার|

হে তাগুতের রাষ্ট্র শক্তি

রক্ত যায়না বৃথা

ইতিহাসের পাতা উল্টিয়ে দেখ

মুসা-ফেরাউনের কথা|

আজ আমাদের সকল জীবন

উজাড় করে দেব

যাবনারে পিছু হটে

প্রাচীর সম রবো|

হে মহিয়ান কবুল কর

মোদের দ্বীনি আশা

তোমার বিধান কায়েম কর

ভাঙ্গ জালিমের বাসা|

কবিত...৩

#ক্ষুণ ঝরা #রাজপথে আজ

দাঁড়িয়ে রয়েছ অবিচল

মৃত্যুকে জড়িয়ে থাকার মত

কোথায় পেলে বল?

মুক্তির কথা বলে

তাজা ক্ষুণ কলিজার

ইতিহাস হয়ে আছে

দেখে নাও বারবার|

তোমাদের পদতলে মিথ্যা লুটাবে

চল চল এগিয়ে

আগামীর দেশটা ক্ষুণে ক্ষুণে

নাও তারে সাজিয়ে|

কবিতা...৪

হৃদয় ভেঙ্গে যায় নিষ্ঠুরতা দেখে

সৈরাচারীর বুলেট যখন বিদ্ধ

ভাইয়ের বুকে|

লক্ষ প্রাণের

রায়কে ওরা কেড়ে নিতেছে

সে অধিকার রাখতে ধরে মাঠে নেমেছ

যাও এগিয়ে বীর

জনতা দাওগো শোষক রুখে|

বিশ্ববাসী অশ্রু ঝরায় #মুরসি

তোমার জন্য

ভয় পেয়না আসছে বিজয় চিরতরের

জন্য

হে রহমান কবুল কর যাচ্ছি তোমায়

ডেকে|

হে মিশরবাসী!

বিশ্বের কোটি কোটি মুসলিম তোমাদের জন্য অশ্রু ঝরাচ্ছে|

তোমরাই বিজয়ী হবে তাগুতকে পরাজীত করে|ফিরাউনের উত্তরসূরীদের পরাজিত করে হে মুসার উত্তরসূরীরা তোমরাই জয়ী হবে ইনশাআল্লাহ|

এই অযোগ্যের লেখা তোমাদের জন্য কিছু কবিতা তোমাদের জন্য আল্লাহর পথে উৎসর্গ করছি|

বিষয়: আন্তর্জাতিক

৩৯২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File