রক্তের দাগ আজো শুকাইনিঃতবু ভুলে গেছ!!

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১৩ জুন, ২০১৩, ০১:২৮:২১ রাত

"আসলো আবার ফিরে

একটু হলেও ধিরে

যার যে স্বভাব তাই করে

করতে করতেই যায় মরে"

ভেবেছিলাম আমাদের ইসলামপন্থী বিশেষত আলেম ওলামাগণ ওনাদের পুরান অবস্থান থেকে ফিরে এসেছে|কিন্তু একি!

এখন রক্তের দাগ মোছেনি!

আঘাতের ক্ষত শুকায়নি!

স্বজনহারা পরিবারগুলোর মাতম শেষ হইনি!

এর মধ্যেই ওনারা ভুলতে বসেছেন!!!

আমরা যারা ইসলামী শক্তিগুলোকে এক মহনায় দেখতে চেয়েছিলাম,হ্যাঁ দেখতেও পেয়েছিলাম এক অভূতপূর্ব জাগরণ|

যেখানে কোন পরিচয় ছিলনা কে কোন দলের,কে কওমী কে তাবলীগ কে জামাত কে চরমোনাই কে সাধারণ মুসল্লী|সবার পরিচয় ছিল আমার মুসলমান|

একজন সাদা শফশফে দাড়িওয়ালা আলেম একজন প্যান্ট শার্ট পরা যুবকের সাথে এক কাতারে মিছিল করছে "নারাই তাকবির,আল্লাহু আকবার"|স্বপ্ন দেখেছিলাম আমাদের ইসলাম প্রিয় ভাইয়েরা যখন আজ এক হয়েছে তখন এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবেই|

কয়টা দিন গেল ভাই?

এর মধ্যেই ওনারা একেঅন্যের দোষ ধরাধরি শুরু করেছেন|কে খাটি,কে সহী,কার আকিদায় গলদ আছে,কার কতটা দাড়ি,কে প্যান্ট পরে,কে পায়জামা পরে,কে জামাতি,কে পীরবাদী,কে তাবলীগী এই নিয়ে কামড়া কামড়ি|গ্রামাঞ্চলে একটা কথা প্রচলিত আছে,"দশজন আলেম একস্থানে রাত যাপন করতে পারেনা" যেটার বাস্তব রূপ দেখতে দেখতে কাহিল|

হঠাৎ কয়েকদিন যাবৎ দেখছি ইসলামপন্থী ভাইয়ে আবারো তাদের পুরান ঐতিহ্যে ফিরে গেছেন|

এতদিনের একটা ঐতিহ্য সহজেকী ভোলা যায়!!!

কওমী,চরমোনাই পন্থী আইডি ও পেইজগুলো*যদিও এগুলোর অতিসম্প্রতি আত্মপ্রকাশ* থেকে অন্যের আকিদা নিয়ে আক্রমনাত্মক পোস্ট করা হচ্ছে|

বিরধি ভাইয়েরাও উল্ট একশনে যাচ্ছে|তাহলে কী যেই লাও সেই কদু!

ইসলামী বিভিন্ন মতের চিন্তার স্বাধীনতা রয়েছে|এর কারণেই তৈরী হয়েছে বিভিন্ন মাজহাব|প্রত্যেকে তাদের যুক্তিতে সত্যের উপর অবিচল|কে সত্যের উপর আর কে মিথ্যার উপর এইটা কী আল্লাহর উপর ছেড়ে দেয়া যায়না???

প্রিয় দীনি ভাইয়েরা!প্লিজ বিরোধ সৃষ্টি করবেননা|আপনাদের মধ্যকার অনৈক্যের কারণেই কিন্তু জালিম শক্তি গোটা বিশ্বময় আপনাদেরকে তুলোধোনা করছে|একটু ভাবুনতো,৯০ ভাগ মুসলমানের দেশেও আমাদের চলতে হয় নাস্তিকদের তৈরী করা নিয়ম মেন!একটুও বিবেক কাঁদেনা আপনাদের?এসব কিসের কারণে?একমাত্র অনৈক্যের কারণে|এখান থেকে ৩০বছর আগে যদি ইসলামী শক্তিগুলো এক হত তবে তাদেরকে এত নির্মমতার শিকার হতে হতনা|এসব আপনাদের দুই হাতের অর্জিত সম্পদ|এখনো আপনাদের এই সত্যটুকু বুঝবার সময় হলনা!সত্যি যেদিন বুঝবেন সেদিন বুঝ কাজে লাগানোর স্থান খুজে পাবেননা|

আপনারা একেক দল নিজেদেরকে একমাত্র সত্যপথের অধিকারি ভাবেন|কিন্তু জেনে রাখুন,যে যেভাবে গড়ে ওঠে,সে সেটাকেই সত্য বলে যানে|

আপনাদের লক্ষণ বলে দেয় আপনারা এমনটাই রয়েযাবেন এবং এমনটাই মার খাবেন|খেতেই থাকুন,আমরা তামাশা দেখবো,কারণ আমরা আপনাদের অনুগত ছাড়া নেত্রীস্থানীয় কেও নই|

তবে আশা ছাড়িনা..

আশায় যে মানুষ বাঁচে!!!

ভুল হলে ক্ষমা করবেন প্লিজ|

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File