রক্ত চোষা
লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ১১ জুন, ২০১৩, ০৭:৩০:৩৬ সন্ধ্যা
আমার দেশের আমলীগ
খাইতোনারে আম
এত্ত আম বাজার ঘাটে নাইরে তেমন
দাম|
খোজে কোথায় রক্ত আছে আছে জামাত
শিবির
ধরতে পারলেই রক্ত চোষে সাজে নতুন
বীর|
লুচ্চামিতে তাদের কিন্তু
নাইরে কোন জুড়ি
সমকামিও বৈধ বলে মদে ভরে ভুড়ি|
এসব কথা আমার নারে আম জনতায় কয়
হাছা কথা বলতে গেলে গুলি খাবার
ভয়|
সন্তান হারা পিতা মাতা বলছে অনেক
কথা
গভীর রাতে প্রভুর কাছে জানায়
তাদের ব্যাথা|
যতই পারো রক্ত চোষো দুঃখ তাতে নাই
বীর জনতা রক্ত দেবে মুক্তি পাবার আশায়|||
বিষয়: রাজনীতি
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন