চাইবো তবু মুক্তি

লিখেছেন লিখেছেন শুভ্র কবুতর ০৪ জুন, ২০১৩, ০৬:৪৩:৫৬ সন্ধ্যা

চাইবো তবু মুক্তি

এমন দেশে জন্ম আমার এমন দেশে বাস

ইচ্ছে করে মাঝে মধ্যে গলায় দিতে ফাঁস|

৭১রে স্বাধীন হলেও কোথায় স্বাধীনতা?

আমার ভাইয়ের লাশ দেখে ভাবি এমন কথা|

থাকতে পারে রাজনীতিতে হাজার মতামত

কেন তবে মত প্রকাশে খাইতে হয় আঘাৎ?

ভেবে পাইনা দেশটা আমার এমন কেন হল!

জালিম শাসক এই অধিকার কেন কেড়ে নিল!

যতই তুমি শক্তি দেখাও চাইব তবু মুক্তি

জন্ম আমার এই দেশেতে এটাই আমার যুক্তি||

বিষয়: বিবিধ

৯৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File