মাঝির রাজনৈতিক ভাবনা।ভাম নাকি বাম????

লিখেছেন লিখেছেন সাতসাগরের মাঝি ০৩ জুন, ২০১৩, ০৫:২১:০৬ বিকাল

ঘুমের সাথে জেগে থাকার একটা সম্পর্ক

আছে।

সম্পর্কটা হচ্ছে ব্যাস্তানুপাতিক।

বামদের সাথেও দেশের উন্নতির সম্পর্ক

ব্যাস্তানুপাতিক।হয় ঘুমে থাক, না হয়

জেগে থাক।ছেড়া কাঁথায় শুয়ে ঘুমের

ঘোরে যেমন কোটি টাকার স্বপ্ন

দেখা সম্ভব এই ভাম নাস্তিক গুলোকেও

ক্ষমতায় বসিয়ে শুধু স্বপ্ন দেখায় সম্ভব।

সব কিছুর ফলাফল হল বিগ জিরো।

দেশের প্রায় সব সমস্যা সৃষ্টি করে এই ভাম

গুলো।আবার সব সমস্যাই সবার আগে মাইক

নিয়ে রাস্তায় নেমে শব্দ দূষনের মত

আরেকটা সমস্যার উদ্ভব ঘটায়।

এরা সামনে দিক থেকেও সমস্যার কারণ

পেছনের দিক থেকেও সমস্যা।অতীতের

ইতিহাস ঘেটে আমার কথার সাথে মিলে নিন।

হাম্বালীগ কে বাঁশ দেয়ার যে দুর্দান্ত

পরি কল্পনা ভামদের আছে তা হাম্বালীগ

মনে হয় বুঝতে পারেনি আর

যদি এতোদিনে বুঝে ও থাকে তাহলে লীগ

ভেবেই নিয়েছে "বাম ইজ ভাম"

তবে হাম্বালীগ মনে রাখবা ওরা তোমাদের

বাকশাল কায়েমের ইতিহাস ভুলেনি।এর

বদলা ওরা নিবেই যদি তারা প্রকৃত অর্থেই

বাম হয়।আর এমন মানষিকতাই তারা লালন

করে।

হাম্বালীগ গোত্রের কোন সদস্যের সন্দেহ

থাকলে নিকটস্হ কোন ভাম কর্মিকে যাচাই

করেই দেখুন।

সুতরাং"সময় থাকিতে সাধু সাবধান"।

বিষয়: রাজনীতি

১১১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File