ছোট গল্প ফ্রম মাঝির ডায়েরী

লিখেছেন লিখেছেন সাতসাগরের মাঝি ০৩ জুন, ২০১৩, ১০:৪০:২০ সকাল

সকালে গিয়েছিলাম বাড়ির পাশের রেস্টুরেন্টে নাস্তা করতে।

একজন মধ্যবয়সী লোককে দেখলাম নাস্তা করছে।কিন্তু তার প্লেটে যে পরিমাণ খাবার আছে প্লেটের নীচে তার চেয়ে বশী খাবার উচ্ছিস্ট হিসেবে রেখেছে।প্রথমেসেদিকে তাকালে কেউ মনে করতে পারে এই লোক মনে হয় প্লেটের থেকে টেবিলে খেতেই পছন্দ করে।

আসল বিষয়টা হচ্ছে উনি হচ্ছেন একজন" মডার্ণ ম্যান"।আর অর্ধেক খাবার ফেলে দেয়া মডার্ণ স্টাইলে খাওয়ার ই একটা অংশ।

তখন অনেক পুরাতন একটা যুক্তি মাথায় এলো এর থেকে আমাদের গরুটা বেশী মডার্ণ।কারণ ও এই লোকের চেয়ে অনেক বেশী খাবার নস্ট করে আমাদের গরুটা।

তখন আমার চোখে ভেসে উঠল সোমালিয়ার বাচচা গুলো কিভাবে "রেড ক্রসের "খাবার গুলো কুকুরের সাথে ভাগ করে খাচ্ছে। কিভাবে জীর্ণ শরীর নিয়ে একটা মা সন্তানের জন্য খাবার পাত্র হাতে বিতরণকর্মিদের পিছনে ছুটছে।

আরে ভাই সোমালিয়া সেতো বহুদূর।

রেস্টুরেন্টের বাহিরে রাস্তায় পরে থাকা শিশুটা না খেতে পেরে হাড্ডি শুকে মারা যাচ্ছে আর আমরা মডার্ণ খাবার অনুসরণ করছি।

কি অবাক করা বৈষম্য।কি অবাক করা আমাদের মুক্ত বুদ্ধিমানদের মহত অর্জন॥

বিষয়: বিবিধ

১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File