আমার ফেইসবুক আইডির নাম"নাস্তিকেরা হুশিয়ার সাবধান"
লিখেছেন লিখেছেন সাতসাগরের মাঝি ০৪ জুন, ২০১৩, ১১:১৭:৪৮ রাত
আজ একজন মুসলিমের সাথে পরিচিত হলাম
যে কিনা মুসলিম জাতির
অবনতি দেখে চোখের
পানি ধরে রাখতে পারে না,সে দেশে ইসলামি শাস
ব্যবস্হা দেখতে চায়,সে মতিঝিল গণহত্যার
বিচার চায়,সে নাস্তিক দের শাস্তি চায়
ইত্যাদি ইত্যাদি।
প্রয়োজনে সে যুদ্ধে যেতেও প্রস্তুত।
কিন্তু আলোচনার সময় মাগরিবের নামাযের
সময় হয়ে গেলে আমি তাকে নামাজের দাওয়াত
দিলাম
এবং সে নামাজে যেতে অপারগতা প্রকাশ
করলো। আমি তার এই অনুভূতি কে যথেষ্ট
সম্মান করেই বলছি নামাজের গুরুত্ব যার
কাছে এতো কম তার এই অনুভূতির মূল্য
কিসে হয়!!!!
আমি জানি তার এই অনুভূতির মূল কারণ
নিছক "মুসলিম জাতীয়তা বোধ"।এই একজন
নয় এই মুসলিম
জাতীয়তা বোধে বিশ্বাসী হাজারো মানুষের
সন্ধান পাবেন আপনার চারপাশে।
এরা আল্লাহ
আছে কিনা তা ভাবে না,বেহেস্ত,দোজখ
আছে কিনা তাও ভাবে না।নামাজ ফরয
নাকি হারাম সে বিষয়ে কিঞ্ছিত ঙ্গান
রাখে বৈকি।
আপনে কি বিশ্বাস করেন ইসলামে এই
অনুভূতির কোন ই মূল্য নেই!!!!
অবাক হবেন না।আমি অবাস্তব কোন
কথা বলিনি।একজন হিন্দু তার জাতির জন্য
যে অনুভূতি লালন করে,একজন
বৌদ্ধ ,একজন খ্রিস্টান যা লালন করে তার
থেকে এই শ্রণীর লোকের পার্থক্য
কোথায়??????
সুস্পষ্ট ধারণা হচ্ছে এই যে এরকম
পচা "জাতীয়তাবাদের" স্হান ইসলামে নেই।
ইসলামে যা আছে তার নাম"ভাতৃত্ব"।
জী হ্যা এই ভাতৃত্ব নামক মারণাস্ত্র ই
অতীতে মুসলমানদের সফল করেছে বারবার।
বায়াতুর রিদুয়ান সহ অনেক উদাহরণ
দিতে পারি।
সংকির্ণ জাতীয়তা বাদ দিয়ে আর যা কিছুই
হোক ইসলামি বিপ্লব অসম্ভব।তাই প্রকৃত
ঙ্গান অর্জনের মাধ্যমে মুসলিম
ভাতূত্ববোধের ভিত্তিতে অগ্রসর
না হতে পারলে সামনে আরো দুর্দিন
অপেক্ষা করছে॥
বিষয়: বিবিধ
১১৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন