Good Luck Good Luck ইরানে আহমাদি নেজাদের উত্তরসূরী কে হচ্ছেন ?? Good LuckGood Luck

লিখেছেন লিখেছেন দিগন্তে হাওয়া ০৩ জুন, ২০১৩, ০৫:২০:১৩ বিকাল



গোটা বিশ্ব আজ তাকিয়ে আছে ইরানের দিকে । সবার একটাই কৌতূহল কে হতে যাচ্ছেন আহমাদি নেজাদের উত্তরসূরী ?? সে জন্য সবাইকে আর কয়েকদিন অপেক্ষার প্রহর গুনতে হবে ।

গত নির্বাচনে তেহরানে সেক্যুলার পন্থীরা গোলযোগ সৃষ্টি করেছিল তাই এবারের নির্বাচনে গতবারের মত যেন কোনরকম অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে না পারে সেদিকে ইরান সরকার কঠোর দৃষ্টি রাখছেন ।

আগামি ১৪ই জুন ইরানের ১১তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । তাই শুরু হয়েছে প্রচার প্রচারনা ।

রাস্তার দুই পাশে টাঙ্গানো হয়েছে অস্থায়ী মোটা জাতীয় পলিথিন আর তার উপরে লাগানো হচ্ছে প্রার্থিদের পোষ্টার ।

নির্বাচনের প্রচার প্রচারনায় ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ইরানের স্বেচ্ছাসেবক বাহিনীর (বাসিজ) সদস্য হিসেবে যুদ্ধ করে একটি পা হারানো ''সাইদ জালিলি'' এগিয়ে আছেন বলে মনে হচ্ছে ।



ইরানের এবারের নির্বাচনের জন্য ৬৮৬ জন মননোয়ন পত্র জমা দিয়েছিলেন তার মাঝে ৩০ জন মহিলাও ছিলেন । কিন্তু সব শেষে ইরানের অভিভাবক পরিষদ এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আট প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দেয়।

এই আট প্রার্থী হলেন- জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি, সাবেক স্পিকার গোলাম-আলী হাদ্দাদ আদেল,

বিশেষজ্ঞ পরিষদের সচিব মোহসেন রেজায়ি, সাবেক ডেপুটি স্পিকার হাসান রুহানি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরেফ, সাবেক মন্ত্রী মোহাম্মাদ কারাযি, তেহরানের বর্তমান মেয়র মোহাম্মাদ বাকের কলিবফ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আলী আকবর বেলায়েতি।

উপরের প্রত্যেকেই প্রেসিডেন্ট হবার মত যোগ্যতা রাখেন কিন্তু সবাইতো আর হতে পারবেন না , হবেন মাত্র একজন আর তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন ।

বিষয়: বিবিধ

১৯৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File