মন্ত্রী আলী আহসান মুজাহিদ পিয়নকে চাকরি থেকে বরখাস্ত করলেন -ঘুস খাওয়ার অপরাধে ।
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ১৮ জুলাই, ২০১৩, ০৭:৫৮:৪৫ সন্ধ্যা
[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/zaberbinzakir/137
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একজন পিয়ন একটি কাজ পাইয়ে দেয়ার শর্তে এক লোকের কাজ থেকে বিশ হাজার টাকা ঘুস নিয়ে ছিল । বিষয়টা আলী আহসান মুজাহিদ সাহেব জেনে ফেলেন , ফলে উক্ত পিয়নকে চাকরি থেকে বরখাস্ত করেন । পিয়ন চাকরি বাচাতে পটুয়াখালী জেলা জামায়াতের আমীরের কাছে গেলেন, যাতে তিনি মুজাহিদ সাহেবের কাছে একটু সুপারিশ করেন চাকরিটা ঠিক রাখার জন্য । জেলা আমীর বললেন , আমি যদি সুপারিশ করি তাহলে আমার আমীরের দায়িত্ব তো দূরের কথা , আমার রুকনিয়াতই ( জামায়াতের সদস্য পদ ) থাকবেনা । সুতরাং এ কাজ আমার দ্বারা সম্ভব নয় ।
আজ এদেরকেই বলা হচ্ছে মানবতাবিরোধী অপরাধী ! হায়রে বাংলাদেশ ! আজ তোর বুকে এত বেঈমান বাস করে যে ভাল মানুষদেরকে চেনা যাচ্ছেনা !
বিষয়: বিবিধ
১৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন