কোটাবিরোধী আন্দোলনকারীরা চাকরির অযোগ্য : প্রধানমন্ত্রী
লিখেছেন লিখেছেন সাম্প্রদায়িক ১৮ জুলাই, ২০১৩, ০৮:০৩:১০ রাত
কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীদের শনাক্ত করে সব ধরনের চাকরিতে অযোগ্য করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় দেওয়া সূচনা বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, কোটা প্রথা নিয়ে আন্দোলনের নামে যারা ভাঙচুর করছে তাদের ছবি সংগ্রহ করে রাখা হবে। ছবি দেখে পরীক্ষার সময় তাদের শনাক্ত করে ডিসকোয়ালিফাই করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা আন্দোলনের নামে ভাঙচুর করে তারা কিসের মেধাবী? মেধাবীরা এ ধরনের কাজ করতে পারে না। যারা ভাঙচুর করেছে তারা কখনোই চাকরি পাবে না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের বিচারের রায়ে কোনো প্রতিক্রিয়া না দেখায় বিএনপি প্রমাণ করেছে যে, তারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে।
রোজার মাসে হরতাল দিয়ে জমায়াত আরেক মানবতাবিরোধ অপরাধ জামায়াত করেছে বলেও মত দেন তিনি।
গাজীপুরসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের কারণ বিশ্লেষণ এবং দলীয় সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের এ বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়।
উৎস: http://www.newsevent24.com/
বিষয়: বিবিধ
১৩৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন