ত্যাগী হও
লিখেছেন লিখেছেন জাকির হোসাইন আজামী ২৭ জুন, ২০১৩, ০৯:০৮:৫২ রাত
[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/zaberbinzakir/13723
ত্যাগ করে চলো । ত্যাগ মানুষকে মহৎ করে তোলে । ত্যাগ ছাড়া কিছুই অর্জন হয়না । ত্যাগের সুখ স্বর্গীয় । ত্যাগহীন জীবন পাশবিকতা মুক্ত হতে পারেনা । ত্যাগ অন্যের প্রয়োজনের গুরুত্ত্ব বুঝতে শেখায় । ত্যাগ মানবতার সর্বোত্তম গুন । ত্যাগে সামগ্রীক জীবন ধারা সহজ আর সুখময় হয়ে ওঠে । ত্যাগ দিয়েই মানুষের হৃদয় রাজ্য জয় করা যায় । ত্যাগে সহিষ্ণুতার মতো দূর্লভ গুন অর্জন হয় । পৃথিবীতে ত্যাগ ছাড়া কেউই বিখ্যাত হয়নি ।প্রত্যেক সফলতার জন্যই কিছুনা কিছু ত্যাগ চাই । আর লক্ষ্য যদি মহান, তাহলে ত্যাগ হতে হবে সীমাহীন । ত্যাগে যা পাওয়া যায়, ভোগে তা অসম্ভব । ত্যাগের গুন যার অর্জন হয়, নাপাওয়ার যন্ত্রণা কখনই তাকে ভোগ করতে হয়না । ত্যাগী হৃদয়কে অন্যেরা শ্রদ্ধা করে পরম সুখ লাভ করে । ত্যাগ মানবকে পবিত্র বানায় । ত্যাগের সুখ মাপা যায়না ।
ত্যাগ মরুময় জীবনকেও চির সবুজ ও সুগন্ধিময় পুষ্পে ভরা কাননে পরিণত করতে পারে ।
তবে মুমিনরা ত্যাগ করবে শুধু আল্লাহ্র জন্য ।
"বলুন হে রাসূল (সঃ) - আমার নামাজ , আমার যাবতীয় ত্যাগ, আমার জীবন ও আমার মরণ সবকিছু সেই আল্লাহ্র জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক ।"___সূরা আল আনআম । আয়াত-১৬২ ।
বিষয়: বিবিধ
১৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন