ভূমি বা প্লট এর যাকাত
লিখেছেন লিখেছেন মাদানী ২৭ জুন, ২০১৩, ০৯:০৬:৩০ রাত
ভূমি বা প্লট এর যাকাত
ভূমি বা প্লট এর যাকাতের বিধান ক্রয়কারীর নিয়ত অনুপাতে হবে। যথা:-
১. যদি ব্যবসায়িক উদ্দেশ্যে ক্রয় করে, তাহলে তাকে প্রতিবছর ভূমি বা প্লটের বাজার মূল্য বিবেচনা করে যাকাত দিতে হবে। উদাহরণত: কেউ যদি ৫০ হাজার টাকায় ৫ টি প্লট ক্রয় করে। আর এক বছরের মাথায় এর বাজার মূল্য ৭০ হাজারে গিয়ে দাড়ায় তাহলে তাকে ৭০ হাজারের যাকাত দিতে হবে।
২. যদি নিজের বসবাসের জন্য ক্রয় করে। তাহলে যাকাত দিতে হবেনা। তাছাড়া ব্যবসা বা বসবাসের উদ্দেশ্য ছাড়া এমনিতে ক্রয় করলেও উক্ত জমি বা প্লটের যাকাত দিতে হবে না।
(আপকে মাসায়েল আওর উনকা হল, ৩য় খন্ড, ২৮৪ পৃষ্ঠা)
বিষয়: বিবিধ
১৩১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন