“ডঃ আব্দুস সালাম আজাদী” - এক উজ্জ্বল নক্ষত্রের নাম
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০১ জুন, ২০১৭, ০৩:৪৪:৫০ দুপুর
সর্বজন শ্রদ্ধেয় জননন্দিত, পণ্ডিতমান্য এক অনন্যসাধারণ ব্যক্তিত্ব হলেন “ডঃ আব্দুস সালাম আজাদী”। যিনি তাঁর অসাধারণ বাগ্মিতায় যাদুমন্ত্রের ন্যায় মুগ্ধ ও আকর্ষিত করে রাখেন টিভির দর্শককূলকে। উদ্ভ্রান্ত মানবজাতিকে সত্য ও সঠিক পথ প্রদর্শনে আগ্রহী ও উৎফুল্ল করে তোলেন তাদের মনোজগতকে নাড়িয়ে দিয়ে। তাঁর অন্যতম অনন্য গুণ হল বাগ্মিতা এবং নিরন্তর উদ্দীপনাপূর্ণ প্রয়াস। পিস টিভি দর্শকের জন্য তাঁর বিষয় চয়ন ও বক্তব্য উপস্থাপনাশৈলীর মধ্যে রয়েছে এক বিশেষ স্বাতন্ত্র্যতা। এযেন জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতার প্রতিবিম্ব। সমাজ বাস্তবতার সার্থক রূপায়ন।
পিস টিভিতে নিয়মিত আলোচকের দায়িত্ব পালন ছাড়াও যিনি লন্ডনভিত্তিক চ্যানেল এস, টিভি ওয়ানসহ বিভিন্ন চ্যানেলেরও একজন প্রখ্যাত আলোচক এবং উপস্থাপক। একইসাথে যিনি মদিনা ইউনিভার্সিটির স্কলার, কেম্ব্রিজ ইউনিভার্সিটির পরীক্ষক, ছোয়ান সি ইসলামিক সেন্টারের একজন দায়িত্বপ্রাপ্ত, গ্লোবাল এইডস ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি ডাইরেক্টর এবং মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন আরবি পত্র পত্রিকার অত্যন্ত জনপ্রিয় একজন কলামিস্ট।
যার কণ্ঠে এবং কালির আঁচড়ে ফুটে উঠে দেশ ও দশের কথা। এই বিশ্ববরেণ্য শ্রদ্ধেয় বড়ভাই ডঃ আব্দুস সালাম আজাদীর হঠাৎ একদিন টেলিফোন পেয়ে থমকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। টেলিফোনের বার্তা পেয়ে অনুভব করলাম তাঁর উঁচুমানের নিষ্ঠা এবং পরোপাকারী মনের বিশুদ্ধ শুভ্র নির্যাস। শত ব্যস্ততা ঠেলে সহমর্মিতার হাত বাড়িয়ে মানুষের পাশে বন্ধুর মত দাঁড়ানোর অদম্য স্পৃহা। যা সত্যিই মুগ্ধ করার মত। তাঁর ভিতরের অগণিত অসাধারণ গুণের বৈশিষ্ট্যগুলো অপরিসীম সৌন্দর্যে উদ্ভাসিত। যার একাগ্রচিন্তা ও আন্তরিক হৃদয়স্পর্শী অভিব্যক্তি সাধারণ মানুষকে হৃদয়ঙ্গম করে। আর তাঁর সফলভাবে পেশাগত দায়িত্ব পালন তথা দেশ, জাতি ও উম্মতের কল্যাণের জন্য অন্তরালে থেকে যিনি অনবদ্য ভূমিকা পালন করছেন তিনি হলেন তাঁর গুণী সহধর্মিণী।
মহিমান্বিত এই বরকতপূর্ণ মাসে অতি সম্প্রতি এই মহাজ্ঞানী তুখোড় লেখকের একটি অসাধারণ সৃষ্টিকর্ম “ইসলামী সমাজ বিনির্মাণে আলোর মশাল” প্রকাশিত হয়েছে। বরকতময় হোক এই অভূতপূর্ব লিখা গ্রন্থটি। “জীবন্ত কিংবদন্তী” সুলতানা আখতার আপার আন্তরিক মহতী প্রচেষ্টা এবং শ্রদ্ধেয় জিয়াউল হক ভাইয়ের দুর্দমনীয় উদ্যোগে “দি পাথ ফাইণ্ডার পাবলিকেশন্স” এই অসামান্য কাজটির দায়িত্ব পালন করেছেন। বইটির বহুল প্রচার প্রত্যাশিত। সেইসাথে আগামী দিনগুলোতেও তাঁদের সকলের বহুমুখী নান্দনিক সৃষ্টিশীল দুর্লভ কর্মতৎপরতাগুলো এভাবেই সারাবিশ্বের মানবজাতিকে যুগে যুগে গৌরবান্বিত করবে এটাই স্রস্টার নিকট একান্ত আকুল প্রার্থনা।
বিষয়: বিবিধ
১৪১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুদীর্ঘ সময় অনুপস্থিতির পর তোমার বিশ্লেষণাত্মক উপস্থিতিসহ মন্তব্য পড়ে অন্নেক আনন্দ হল।
লিখার অনুরোধ রইলো। ভালো থেকো খুব ভালো।
অন্নেক দোয়া ও শুভেচ্ছা।
Excellent!
প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
The majority of the people of Bangladesh believe human sovereignty instead Allah sovereignty.
প্রেরণাপূর্ণ মন্তব্যের জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন