সুবাসিত মন...
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ১১ মে, ২০১৭, ০২:২০:২৫ দুপুর
সুন্দর মনের মানুষ গড়ে
সুখ শান্তিময় ধরণী
মনুষ্যত্বের মাঝে প্রেম প্রণয়
জীবন্ত করে স্রস্টার সৃজনী।
দুঃখী ইয়াতীমকে বক্ষে তুলে
প্রাণভরে ভালোবাসে
খোদার আরশ উথলে উঠে
গৌরবে অনায়াসে।
কুটিল চিত্তকে সুবাসিত করে
আপন সুবাস দিয়ে
গোলাপের পাঁপড়ি ছড়ায়
গুণী সত্ত্বা পিয়ে।
বিনয়ী অর্ঘ্য বিজয়ী করে
হাসি খুশী মন
পুণ্যের পরশে খোঁজে
রবের অমূল্য ধন।
ক্ষুধিত মুখে আহার তুলে
জান্নাতি সুখ পায়
অভাবগ্রস্থকে স্বস্তি যোগায়
সু-শীতল ছায়।
রূপ সৌন্দর্য গৌরব নয়
গৌরব হল জ্ঞান
কথায় কাজে চিন্তায় যারা
সৎ চরিত্রবান।
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন