শব্দের সুঘ্রাণে....
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৯ মে, ২০১৭, ০৩:১৬:০৩ দুপুর
শব্দের মৌ মৌ সুগন্ধিতে
মুগ্ধ হয়ে রই
দিবস-রজনী কাটে
সঙ্গী হল বই।
বন্ধু আমার বইয়ের মাঝে
অপার শান্তি সুখ
নিদেন কালে স্বস্তি যোগায়
ঘ্রাণে ভরায় বুক।
জগতমাঝে নিখাদ বন্ধু
শুধুই আমার বই
নিন্দা ঘৃণা যতই আসুক
বুক পেতে ব্যথা সই।
গ্লানির প্রলেপ মুছে দিয়ে
ছন্দ জাগায় প্রাণে
সুরের নূপুর দিলে বাজে
মিষ্টি মধুর তানে।
শব্দের সুঘ্রাণ এতো সুনিবিড়
বুঝিনি তো আগে
মনের হরষে ডুবন্ত চারী
অনিন্দ্য পুলক বাগে।
বিষয়: বিবিধ
৯৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন