রক্তে কেনা স্বাধীনতা!

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৪ মে, ২০১৭, ০১:১২:৩৪ দুপুর

অকূল পাথারে কৃষ্ণ অন্ধকারে

ডুবন্ত আজ সোনার তরী,

পুরো জাতীকে কলঙ্কিত করে

মোরা মিথ্যার বেশ্যাতি ধরি।

I Don't Want To See

অকর্ষিত ভূমিতে কখনো

হয় নাতো ভাল চাষ,

অভুক্ত পরিবার নির্ঘুম রাত

কষ্ট বার বাস।

I Don't Want To See

ক্ষত বিক্ষত অগতির দুর্গতি

ধিকি ধিকি অবিরত জ্বলে,

ক্ষোভে ক্ষুব্ধ অসার দেহ

খণ্ডিত মন পাষাণ তলে।

I Don't Want To See

পরাজয় গ্লানি কুঁড়ে কুঁড়ে খায়

হাসু হাসমত হেসে খেলে যায়,

পায়ে দাসত্বের শৃঙ্খল পরে হায়

দেশ আজ অগৌরবের অগ্নিচূড়ায়।

I Don't Want To See

চারিদিকে আজ অজগর ফণা

বহ্নি বিষের বৃষ্টি ঝরে,

এতীম শিশু বাবাকে খুঁজে

বিধবার বুক ধুঁকে ধুঁকে মরে।

I Don't Want To See

অতন্দ্র সত্যপ্রাণ রক্তে ঝাঁঝরা

অদ্ভুত নিকৃষ্ট অদূরদর্শিতা,

এরই নাম সোনার বাংলাদেশ

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা।

বিষয়: বিবিধ

৮৩৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382894
০৪ মে ২০১৭ সন্ধ্যা ০৭:১৫
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
০৯ মে ২০১৭ রাত ০১:৫৮
316344
সন্ধাতারা লিখেছেন : Salam n thanks for inspiration.
382900
০৫ মে ২০১৭ সন্ধ্যা ০৭:৩৪
০৯ মে ২০১৭ রাত ০১:৫৯
316345
সন্ধাতারা লিখেছেন : Salam apumoni. Why are you silent since long? How is going on?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File