মোদের স্বপ্ন মোদের আশা… Cheer Cheer

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ মে, ২০১৭, ০৫:২৮:৫২ বিকাল

Cheer Cheer

লক্ষ তরুণ কোটি প্রাণের আশা

মোদের দেশের গর্ব, ভালোবাসা।

Cheer

লক্ষ স্বপ্ন আনে নব তরঙ্গের ভেলা

জয় নিশান ঊর্ধ্বে করে সদা খেলা।

Cheer

হারতে জানেনা মোদের তরুণ দল

ঈমানী চেতনা তাঁদের মন্ত্র বল।

Cheer

নিখাদ দেশপ্রেম আছে চির উদ্যম

নির্ভীক বীজ হবে হবেই অঙ্কুরোদ্দ্যম।

Cheer

আকাশ বাতাসে তাঁরাই জাগাবে প্রাণ

বক্ষ যমীনে আজি অপ্রমিত প্রয়োজন।

Cheer

ফুলের সৌরভ জাগাবে মৃত তনু মন

আদর্শের সৌন্দর্যে অঙ্কিত চরিত্রবান।

Cheer

চাই আলীর মত বলিষ্ঠ শক্তি-জ্ঞান

রুখবে অন্যায়-অবিচার জুলুম শোষণ।

Cheer

ঘুচবে রাত আসবেই মোদের সোনালী দিন

পূর্বাকাশে চেয়ে দেখ! রক্তিম সূর্যের চিন।

Cheer Cheer

বিষয়: বিবিধ

৮৬৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382866
০৩ মে ২০১৭ বিকাল ০৫:৪১
মনসুর আহামেদ লিখেছেন : এক্সচেললেনট আপু
০৪ মে ২০১৭ দুপুর ০১:১৭
316322
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাই।
অনুপ্রেরণার জন্য জাজাকাল্লাহু খাইর।
382877
০৩ মে ২০১৭ রাত ০৮:৫৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
জাযাকাল্লাহ খাইর
০৪ মে ২০১৭ দুপুর ০১:১৮
316323
সন্ধাতারা লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় আংকেলজ্বী।

জান্নাত্মনিসহ সকলের জন্য অন্নেক অন্নেক দোয়া ও আন্তরিক শুভেচ্ছা ।
382889
০৪ মে ২০১৭ দুপুর ০৩:৫৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : পড়লাম। ভালোও লেগেছে
০৯ মে ২০১৭ রাত ০২:০০
316346
সন্ধাতারা লিখেছেন : Salam little brother. Jajakallah for reading n giving inspiration.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File