প্রার্থনা ----- হে প্রভূ! Rose Star

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২১ এপ্রিল, ২০১৭, ০৪:৫০:৪৪ বিকাল

Rose Star Rose

শুভ্র করো, সূচিত করো মোদেরি জীবন

ন্যায় পথে অবিচল রেখে দিওগো মরণ।

সাগরের মত সুবিশাল করো মোদের অন্তর

আকাশের ন্যায় উদার করো দূর হোক কঙ্কর।

তিমির হিয়ায় জ্ঞানদীপ জ্বালো, আলোকিত চারিদিক

নীচতা, ক্ষুদ্রতার অবসান করো পুষ্পিত মৃতবুক।

ফুলের মত সুবাসিত করো আনন্দ সুঘ্রাণে

দগ্ধ হৃদয় শীতল করো তোমারি দয়ার প্লাবনে।

শ্যামল সবুজে বিকশিত করো কচি মুকুলিত করে

বিষাদ বেদনা ঘুচিয়ে দিয়ে আলো দাও প্রাণ ভরে।

শিশুর মত পাপমুক্ত করো জান্নাতি করো সবে

কাঁদবে ধরণী প্রেমের ব্যথায় যখন নাহি রব ভবে।

বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File