অভ্রভেদী অভ্যুদয়! Star Star

লিখেছেন লিখেছেন সন্ধাতারা ২০ এপ্রিল, ২০১৭, ১২:৪৬:৪৯ রাত

অলব্ধ যা কিছু লভ্য হয়েছে অলৌকিক আলোকসুন্দরে

জ্যোতির্মান আলো শক্তি জোগায় মুমিনের হৃদয়কন্দরে।

অমর্ত্যলোকের আরাধ্য অমরত্নেঘেরা অমৃতময় বাণী

ঘোর অমাবস্যায় নির্জনে নিরালায় বক্ষ পেতে শুনি।

অরণ্য প্রান্তরে ঘুণে ধরা প্রাণে জাগালো মুক্তির ধ্বনি

বিশ্বময় অর্চিত অর্ঘ্য এনে দিল অমূল্য সোনার খনি।

কত নিদারুণ কষ্ট ত্যাগে করেছো তুমি অসাধ্য সাধন

সৃষ্টিকুলের মাঝে গড়ে দিয়েছো - প্রেম ঐক্যের বাঁধন।

কৃষ্ণ আঁধারে পাপপঙ্কিল শঙ্কিতপ্রাণে পরিশুদ্ধির ভাবনা

অসভ্য বর্বর জাতি খুঁজে পেলো সঠিক পথের ঠিকানা।

অরুণিত আভায় রাঙিয়ে মন ফুলের সুবাস ছড়ায়

নিগৃহীত পিপাসিত শূন্য হৃদয়খানি অলক্ষ্যে ভরায়।

তামাম জাহান শান্তির বার্তা পেলো হে নবী! তোমারি দয়ায়

অকুণ্ঠ নিষ্ঠা আত্মপ্রত্যয়শীল তোমার অভ্রভেদী অভ্যুদয়।

বিষয়: বিবিধ

৮০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382748
২০ এপ্রিল ২০১৭ রাত ০৮:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ এপ্রিল ২০১৭ রাত ০৯:২২
316234
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় সবুজ ভাই।

আপনার রেখে যাওয়া ভালোলাগায় প্রীত হলাম।

আপনার শরীর এখন কেমন?
Good Luck Good Luck Good Luck
382764
২১ এপ্রিল ২০১৭ রাত ০২:৪৯
কুয়েত থেকে লিখেছেন : জ্যোতির্মান আলো শক্তি জোগায় মুমিনের হৃদয়কন্দরে ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৭ বিকাল ০৪:৫৫
316245
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাই।
অনুপ্রেরণার জন্য জাজাকাল্লাহু খাইর।
Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File